You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
জেলা আওয়ামী লীগের কমিটিতে গফরাগাঁওয়ের রাজাকারের সন্তানকে পদ দেয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছে মুক্তিযোদ্ধারা। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও উপদেষ্টা পরিষদ থেকে স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্য উবায়দুল আনোয়ার বুলবুল, অ্যাডভোকেট কায়সার আহমেদ ও ড. আবুল হোসেনকে বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গফরগাঁও প্রেস ক্লাবে সামনে এই মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনি, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বীর মুক্তিযোদ্ধাগণ।
সমাবেশে বক্তারা বলেন, গফরগাঁওয়ের যুদ্ধকালীন শান্তি কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বাতেন রাজাকারের সন্তান ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুলকে জেলা কমিটিতে সহ-সভাপতি শান্তি কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুন হক চানু মিয়ার ছেলে এড: কায়সার আহমদকে উপদেষ্টা পরিষদ সদস্য পদ দেয়ায় স্বাধীনতা স্বপক্ষের দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মি হিসেবে অত্যন্ত বিব্রতবোধ করছি পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বীর মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে ওবায়দুল আনোয়ার বুলবুলের নানা আনিছুর রহমান মুর্শিদাবাদী ছিলেন থানা শান্তি কমিটির চেয়ারম্যান, মামা সুবাইলি ছিলেন গফরগাঁও ব্রহ্মপুত্র লঞ্চঘাটা বধ্যভূমি হত্যাকাণ্ডের মূল হোতা ও বাবা মাওলানা আব্দুল বাতেন ছিলেন গফরগাঁও থানা শান্তি কমিটির সাধারণ সম্পাদক। অ্যাডভোকেট কায়সার আহমেদের বাবা আমিনুল হক চাঁনু মিয়া মুক্তিযুদ্ধের সময় ছিলেন সদর সালটিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।আর ড. আবুল হোসেন দিপুর বাবা আব্দুর রশিদ সমবাইরা ছিলেন টাঙ্গাব ইউনিয়নের কুখ্যাত রাজাকার এবং ড. আবুল হোসেন দিপুর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা পল্লী চিকিৎসক দুলাল হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সম্প্রতি ঘোষিত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে ওবায়দুল আনোয়ার বুলবুল সহসভাপতি এবং অ্যাডভোকেট কায়সার আহমেদ ও ড. আবুল হোসেন (দিপু) ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন। এতে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র অসন্তোষ, ঘৃণা ও ক্ষোভ দেখা দিয়েছে।
বক্তারা বলেন, আওয়ামী লীগের সভানেত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন অবিলম্বে স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তানদের ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদ থেকে বহিষ্কারের জোর দাবি জানান। ###