স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ)দেবাশীষ সাহার নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার দিঘারকান্দা বাইপাস এলাকা হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী কাইয়ুম খান (২৮), পিতা-সালাম খা, সাং-মেদুয়ারী, ভাটিপাড়া,
থানা-ভালুকা, রিয়াদ (২৪), পিতা-মৃতঃ শাহাবুদ্দিন, সাং-মুক্ষীপুর দেবপাড়া, থানা- ত্রিশাল, উভয় জেলা-ময়মনসিংহ, রমজান আলী (৫০), পিতামৃতঃ দুদু মিয়া, , সাং- জহরপুর, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) শামসুজ্জামান, নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম র্যালীর মোড় এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী শাহজাহান (৪০), পিতা- মোঃ লাল মিয়া, সাং- রাঘবপুর হাবিবুর রহমান হবি (৪৮), পিতা-মৃত জবান আলী, সাং- পাঠগুদাম দুলদুল ক্যাম্প, উভয় থানা- কোতোয়ালী, জেলা –ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করার হয়।
এসআই(নিঃ) উত্তম কুমার দাস নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের
মামলার আসামী গোলাম কিবরিয়া ওরফে যুবরাজ (৫০), পিতা-আব্দুর রহিম, সাং-৭৮/এ, কৃষ্টপুর, দৌলতমুন্সী রোড, এপি সাং-বাঘমারা (হাজী মোশারফ হোসেনের বাসার ভাড়াটিয়া),=থানা-কোতোয়ালী, -ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আজগর আলী নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার আকুয়া মাদ্রাসা কোয়ার্টার সাকিনস্থ বাংলাদেশ কৃষি ব্যাংক এর আঞ্চলিক শাখা অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী রবিউল ইসলাম রবি (৩৮), পিতা- মৃত চাঁন মিয়া, সাং- আকুয়া নাজিরবাড়ী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন্ এবং আসামীর নিকট হতে সাদা পলিথিনের পুটলার ভিতর রক্ষিত ০৫(পাঁচ) গ্রাম কথিত হেরোইন, মূল্য অনুমান ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়া, নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম র্যালীর মোড় এলাকা হতে চুরি মামলায় (JKJJF) মোঃ আল আমিন(২৭), পিতা-মোঃ নজরুল ইসলাম ওরফে রুহুল ,মালগুদাম,ময়মনসিংহ সদর, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আসাদুজ্জামান নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার বলাশপুর আবাসন এলাকা হতে স্থানীয় লোকজন চোর সন্দেহে আটক করিযা মারধর করতে থাকাবস্থায় নিজ হেফাজতে নিয়া রাহাত (২২), পিতা-ইউসুফ আলী, সাং-ভাটিকাশর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে চুরি মামলায় গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) আনোয়ার হোসেন ০১টি সিআর সাজা এবং এএসআই(নিঃ) ছামিউল হক ০১টি সিআর সাজা এবং এএসআই(নিঃ) সোহেল রানা ১টি জিআর মোট ০২টি সিআর সাজা এবং ০১টি জিআর বডি থানা এলাকা হতে তামিল করা হয়।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় শফিকুল ইসলাম (), পিতা-আক্কাস আলী, শফিকুল ইসলাম (), আক্কাস আলী, স্থায়ী: (সুহিলা পশ্চিমপাড়া) , ময়মনসিংহ সদর, জিআর গ্রেফতারী পরোয়ানায় মোখলেছুর রহমান অভি (), পিতা-মৃত ইয়াকুব আলী, স্থায়ী : গ্রাম- আর. কে. মিশন রোড, ময়মনসিংহ সদর কে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।