বৃষ্টিতে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর একাধিক সড়ক

বৃষ্টিতে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর একাধিক সড়ক

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনভর ও সন্ধ্যার পর থেকে টানা অঝোর বর্ষণে ময়মনসিংহে নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে তীব্র জলজট। টানা অঝোর বর্ষণে বিদ্যুৎ কেন্দ্র, সরকারি হাসপাতাল, বাসাবাড়ি, বিপণি বিতানে পানি প্রবেশ করায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এদিকে দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা করতে একটি টিম কাজ করছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।


স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও বুধবার রাতভর এবং বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়।

বিকেল থেকে বর্ষণের মাত্রা বেড়ে যায়। এতে নগরীর ড্রেনগুলো উপচে পানি ছড়িয়ে পড়ে। সড়ক উপচে বাসাবাড়ি, বিপণি বিতানে পানি প্রবেশ করে।

এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পানি স্টাফ কোয়াটারগুলোর নিচতলা পানি ঢুকে গেছে। বিদ্যুৎ না থাকায় জেনারেটর দিয়ে চিকিৎসা সেবা চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম। তিনি বলেন, প্রচণ্ড বৃষ্টিতে পানি বেড়ে গেছে।