You must need to login..!
Description
ঈশ্বরগঞ্জ ( ময়মনসিংহ) প্রতিনিধি-
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. বাচ্চু মিয়া (২৪) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের পাড়াভাসাটি গ্রামের বিল-খেরুয়া বিলের পাশে ওই ঘটনাটি ঘটে। তবে উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ জেলা থেকে একটি ডুবুরি দল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ বাচ্চু মিয়া উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে। পার্শবর্তী মগটুলা ইউনিয়নের পাড়াভাসাটি গ্রামের কছুমদ্দিনের মেয়ে শিউলি বেগমের সাথে তার বিবাহ হয়। বাচ্চু মিয়া শশুর বাড়িতে বেড়াতে এসে শুক্রবার রাতে শ্বশুর বাড়ির পাশে বিলের একটি ডোবায় টাক জাল দিয়ে মাছ ধরতে যায়। জাল টানতে গিয়ে হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায়। তীব্র স্রোতের কারণে আর উঠতে পারেনি বাচ্চু মিয়া। খবর পেয়ে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে তাঁকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তীব্র স্রোত ও ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি দল না থাকায় সকালে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল থেকে বিকেল এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি বাচ্চু মিয়ার। নিখোঁজ বাচ্চু মিয়ার ১১ মাস বয়সী সাওদা মণি নামে এক কন্যা সন্তান রয়েছে ।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, তীব্র স্রোত ও আমাদের ঈশ্বরগঞ্জে ডুবুরি দল না থাকায় রাতে উদ্ধার কাজ সম্ভব হয়নি। সকালে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদের একটি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত নিখোঁজ লোকটিকে উদ্ধার করা যায়নি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উদ্ধার হওয়া মাত্রই আমরা জানিয়ে দিবো বলে জানান তিনি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম মোতায়েন করা হয়েছে। এখনও নিখোঁজ লোকটির সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরির একটি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।