You must need to login..!
Description
এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে ঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় টানা দু’দিনের অতিবর্ষনে উপজেলার ১৩ টি ইউনিয়নে প্রায় ১৫’শ হেক্টর আবাদী রোপা আমন পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও উপজেলার প্রায় ৩৫ ভাগ মৎস্য খামার তলিয়ে কোটি টাকার মাছ ভেসে গেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, উপজেলার এনায়েতপুর, কালাদহ, ভবানীপুর, নাঁওগাও, পুটিজানাসহ নীচু এলাকার ইউনিয়নগুলোর ১৪’শ ৬৫ হেক্টর রোপা আমনের থোর ধান সম্পূর্ন পানির নীচে তলিয়ে গেছে। এছাড়াও প্রায় ৭০ হেক্টরের বেশী শাক সবজী এবং কলা, পেপে, আনারসসহ অন্যান্য ফলজ বাগানের ক্ষতি হয়েছে।
এদিকে উপজেলা মৎস্য অফিস বলছে উপজেলার ১৩ ইউনিয়নে মৎস্য খামারগুলোর মধ্যে প্রায় ৩৫ শতাংশ পুকুর, খামার তলিয়ে কোটি কোটি টাকার মাছ ভেষে গেছে।
গতকাল শনিবার উপজেলার এনায়েতপুর ও রাঙ্গামাটিয়া, নাওগাও ইউনিয়ন ঘুড়ে
দেখাগেছে, এনায়েপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ রজব আলীর সোয়াইত বিল এবং শুকনা বিলে ৩৭ একর জমিতে ৬ টি মৎস্য খামার তলিয়ে কোটি টাকারও বেশি মাছ ভেষে গেছে। নাঁওগাওয়ের বাদিহাটি গ্রামে উপজেলার সেরা মৎস্য চাষী হাজী আঃ ছোবহান পূত্র হাবিবুর রহমান, আব্দুল খালেক ও সেলিম রেজার কোটি টাকার মাছ ভেষে গেছে।
রাঙ্গামাটিয়া ইউনিয়নের ইউপি সদস্য বাবুল হোসেন বলেন, আমি ২ একরে দুটি ফিসারিজে মাছ চাষ করে সংসার চালাই। এবারের টানা বর্ষনে আমার দুটি খামার তলিয়ে সব মাছ ভেষে গেছে। রাতারাতি পানি বেড়ে যাওয়ায় অনেক চেষ্টা করেও ফেরাতে পারিনি।
ক্ষতিগ্রস্থ মাছ চাষি হাজি আব্দুস সোবহানের ছেলে হাবিবুর রহমান বলেন, এমন টানা বৃষ্টি আমি ২৫ বছরেও দেখিনি।
ফুলবাড়ীয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর মোহাম্মদ বলেন, পানির নীচে তলিয়ে যাওয়া রোপা আমনের থোর ধান গুলো ৭ থেকে ১০ দিন পর্যন্ত থাকতে পারে। এর মধ্যে যদি পানি কমে যায় তাহলে হয়তো কিছু ধান রক্ষা পাবে তা না হলে সব ধান পচে নষ্ট হয়ে যাবে।