ময়মনসিংহ ডিবির অভিযানে ২ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-৩

ময়মনসিংহ ডিবির অভিযানে ২ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-৩

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, ডিবির অভিযানে ২ কেজি গাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-৩।

ময়মনসিংহ ডিবির অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সিধলা নতুন বাজার সাকিনস্থ মোঃ শফিকুল ইসলাম এর ভ্যারাইটিজ দোকানের সামনে পাকারাস্তার পাশ হতে ০৭ অক্টোবর ২০২৩ রাতে ২ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী মোঃ মামুন (১৯), পিতা-মৃতঃনুরুল ইসলাম, রমজান মোবারক (২০), পিতা-আবুল কাশেম, উভয় সাং-হাসিমপুর পশ্চিমপাড়া, থানা-গৌরীপুর, জেলা ময়মনসিংহ এবং অপর একটি অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন জামিরদিয়া মাস্টারবাড়ী সাকিনে ঢাকা ময়মনসিং হমহাসড়কের পশ্চিম পার্শ্বে ক্রাউন ওয়ার্স প্রাঃ লিঃ এর সামনে মোঃ নুরুল ইসলাম (৩৫) এর চায়ের দোকানের পাশে ফাঁকা জায়গায় হতে ০৭ অক্টোবর ২০২৩ তারিখ বিকাল ৫টায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী পারভেজ মিয়া (২৬), পিতা-মোঃজালাল হোসেন, সাং-দরগারচালা, উত্তরপাড়া (সাবাহ গার্ডেনএর পাশে), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদককারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

উদ্ধারকৃত ২ কেজিগাঁজা ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটএর বিষয়ে গ্রেফতারকৃত ৩জন আসামীর বিরুদ্ধে গৌরীপুর ও ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।