ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১১

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১১

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ভিভিন্ন অপরাধে ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।


ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম, সঙ্গীয় অফিসারের সহায়তায় কোতোয়ালী থানার ভাটিকাশর এলাকা হতে পিতা মাতার ভরন পোষন আইনে মামলায় আসামী মোতাসিন আল দ্বীন (২৭), পিতা-শেখ আলাউদ্দিন আহমেদ, সাং-৫/১৯/২ ভাটিকাশর জমির বেপারী বাইলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়া, ০১নং পুলিশ ফাড়ি, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানার জে,সি গুহ রোড  এলাকা হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী আপন সরকার(২১), পিতা- অরুণ সরকার, সাং-গোয়াতলা (গোয়াতলা বাজার), থানা ধোবাউড়া, এরশাদ আলী(৪০), পিতা- মোঃ সিরাজ আলী, সাং-কৃষ্টপুর আদর্শ কলোনী, ৩. শুভ(২৫), পিতা- মৃত নজরুল ইসলাম, সাং-কৃষ্টপুর নিউ কলোনী, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

এএসআই(নিঃ) সোহরাব হোসেন এবং এএসআই (নিঃ) আলামিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকা হতে নিন্মলিখিত আসামীদের অন্যান্য মামলায় গ্রেফতার করেন। এএসআই(নিঃ) সোহরাব হোসেন কর্তৃক কাজল মিয়া (৫৫), পিতামৃতঃ সোহরাব আলী, সাং-চর ঘাগড়া, হাফিজুল ইসলাম (৩০), পিতামৃতঃ আবুল কাশেম, সাং-মাসকান্দা স্টাফ কোয়ার্টার, মোঃ সবুজ (২৭), পিতা-আঃ হাকিম, সাং-সুহিলা, কাজল মিয়া (৩৫), পিতামৃতঃ শাহজাহান, সাং-গোপালনগর, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
এএসআই (নিঃ) আলামিন কর্তৃক রাজিব (৩৫), পিতামৃতঃ আবু সাঈদ, সাং-আকুয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

ইহাছাড়াও এসআই(নিঃ) মনিতোষ মজুমদার থানা এলাকা হতে ০১টি সিআর সাজা বডি এবং এএসআই হুমায়ুন কবির ০১টি সিআর বডি তামিল করেন। সিআর সাজা পরোয়ানায় সুলতান মিয়া (), পিতা-মোঃ চান মিয়া, স্থায়ী: গ্রাম- কালিবাড়ী গোদারঘাট, থানা- ময়মনসিংহ সদর, জেলা
সিআর পরোয়ানায় বুলবুলি ওরফে বুলি (৪২), পিতা-/স্বামী: মৃত: মনির হোসেন, স্থায়ী: গ্রাম- ভাটি বাড়েরা (ভাটি বাড়েরা।) ,
/থানা- ময়মনসিংহ সদর কে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

LATEST POSTS