স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ কমার্স কলেজে নবীন বরণ অনুষ্ঠানে ওসি শাহ-কামাল আকন্দ বলেন,মাদক মুক্ত থাকার জন্য, সোশ্যাল মিডিয়ায় আসক্তি হতে বিরত থাকার জন্য, বাল্য বিয়ে, কিশোর গ্যাং এবং ইভটিজিং থেকে বিরত থেকে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার প্রয়াসে লেখাপড়ায় মনোনিবেশ করা খুব্ই গুরুত্বপূর্ণ ।
আজ রোববার সকালে ময়মনসিংহ টাউন হল এড তারেক অডিটরিয়ামে ময়মনসিংহ কর্মাস কলেজে সদ্য ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অরিয়েন্টেশন এবং বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওসি শাহ-কামাল আকন্দ এসব কথা বলেন।
বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, বলেন, অপরিনিতি বয়সে সম্পর্ক জড়িয়ে যাওয়া মানে বটগাছে যেমন টায়ার আটকে যাওয়ার মতো । যেমন টায়ারের মাঝখানে বটগাছ উঠলে ছোট থাকতে না সরালে বটপগাছ বড় হলে টাযার আলাদা করতে গাছ কাটতে হবে না হয় টায়ার কাটতে হবে। বড় হতে হলে জীবনে সুস্পস্ট লক্ষ্য থাকতে হবে। লক্ষ্যে পৌছতে কিছু অন্তরায় থাকে তা দুর করতে হবে। মাদকআসক্তি, সোষ্যাল মিডিয়া আসক্তি, অপরিনিতি বয়সে প্রেম। পড়া জমিয়ে রাথা ইত্যাদি। সময় জমিয়ে রাখা যায়না। কিন্তু পড়া জমে থাকে। এসব অন্তরায় দুর করতে হবে। নইলে ভযাবহ পরিনিতি হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমার্স কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু মোহাম্মদ সায়েম, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, বাংলাদেশ কৃষি বিদ্যালয় হাই স্কুলের প্রধান শিক্ষক রায়হান উদ্দিন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। এছাড়াও ২নং ফাড়ির ইন্সপেক্টর রাসুল সামদানী আজাদ সহ কলেজের শিক্ষক/ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।