You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
‘প্রোগ্রামে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে’ ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামী লীগ ও এমপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন দাবি করেছেন নেতাকর্মীরা।
সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে উপজেলা পরিষদে রোড টু স্মার্ট বাংলাদেশ প্রোগ্রাম উদ্ধোধন করার কথা ছিল আওয়ামী লীগের নির্বাচন প্রধান সমন্বয়ক আনোয়ার বিন কবিরের। তবে, উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের দাওয়াত দেননি এমপি সমর্থকরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
দাওয়াত না দেয়ার কারণ জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান তার নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদের সামনে যান। এসময় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থক উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের লোকজন তাদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে দুই পক্ষকে নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত দুই শিক্ষার্থীসহ আটজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।