ফুলপুরে ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধা হত্যা মামলার মুলহোতা গ্রেফতার

ফুলপুরে ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধা হত্যা মামলার মুলহোতা গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলপুরে ছাগল কর্তৃক শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধা জুলেখা বেগম(৫৫) হত্যা মামলার অন্যতম মুলহোতা সিরাজ আলী (২৮)‘কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ।

এখানে উল্লেখ্য যে, এজাহার পর্যালোচনা ও স্থানীয় সূত্রে জানা যায়, বাদী ও আসামীরা পরস্পর প্রতিবেশি। বাদী এবং তার পরিবারের লোকজনদের সাথে আসামীদের দীর্ঘদিন যাবত জমিজমা‘সহ পারিবারিক বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসতেছে। ঘটনার দিন ইং ৮ অক্টোবর বিকাল অনুমান সোয়া ৪টায় বাদীর বৃদ্ধা মাতা ভিকটিম মোছাঃ জুলেখা বেগম (৫৫), স্বামী-মোঃ আঃ মজিদ, সাং-রঘুরামপুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ এর একটি পালিত ছাগল খুটি উপরিয়ে যেয়ে আসামী আঃ ওয়াহাব এর শিম গাছ খেলে আসামী আঃ ওয়াহাব ছাগলটিকে মারধর করায় ভিকটিম জুলেখা বেগম প্রতিবাদ করে। প্রতিবাদের একপর্যায়ে, উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে অন্যান্য আসামীগন লাঠিশোঠা, লোহার রড, রাম দা সহ ঘটনাস্থলে আসিয়া ভিকটিম জুলেখা বেগম এর পেঠে লাথি মারে এবং হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে গুরুতর জখম করে। ভিকটিমের আত্মচিৎকারে আশেপাশের সাক্ষীগণ এগিয়ে আসলে আসামীরা তাদেরকেও মারপিঠ করে গুরুতর জখম করে। বাদীসহ তার পরিবারের লোকজন তাৎক্ষনিকভাবে ভিকটিম জুলেখা বেগমকে স্থানীয় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম জুলেখা বেগমকে মৃত বলে ঘোষনা করে। ভিকটিম বৃদ্ধা জুলেখা বেগম (৫৫)‘কে নির্মমভাবে হত্যার ঘটনায় ফুলপুর থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে মোঃ সুজন মিয়া (৩৭), পিতা- মোঃ আঃ মজিদ, সাং- রঘুরামপুর, থানা-ফুলপুর, ময়মনসিংহ বাদী হয়ে ময়মনসিংহের ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ-০৯/১০/২০২৩খ্রি. ধারাঃ ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত হত্যাকান্ডের পর থেকে আসামীরা কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
র‌্যাব-১৪,সদর ব্যাটালিয়ন এর আভিযানিক দল আসামির অবস্থান সনাক্তের মাধ্যমে গত ৯ অক্টোবর রাত্রি অনুমান ১১ টায় ময়মনসিংহের ফুলপুর বাজার এলাকা হতে পলাতক আসামী সিরাজ আলী (২৮), পিতা-শরাফ উদ্দিন, সাং-রঘুরামপুর, থানা-ফুলপুর, জেলা- ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহের ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।