ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সদস্য আটক

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে র্যাব। পরে তাদের প্রত্যেককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতে সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন এ অভিযান অব্যাহত রাখতে রাখতে হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।এরআগে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে সাত দালালকে আটক করেন র্যাব-১৪ এর সদস্যরা।

দণ্ডপ্রাপ্তরা হলেন জামাল উদ্দিনের ছেলে শামছুল আলম (৪১), রঘুনাথ হরিজনের ছেলে বিজয় দাস হরিজন (৪৫), আব্দুল হান্নানের ছেলে তুষার আহমেদ (২৬), আব্দুর রউফের ছেলে রতন মিয়া (৪৭), মৃত মজিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩২), শহিদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৬) ও হেলাল উদ্দিনের ছেলে পাভেল (২৩)। তারা প্রত্যকেই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।ময়মনসিংহ র্যাব-১৪ এর উপ-উপরিচালক (অপারেশন) আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে হাসপাতালে অসহায় রোগীদের সরকারি ওষুধ দেওয়ার কথা বলে ও উন্নত পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতেন।তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন।###

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার