ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছুড়াছুড়ি

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছুড়াছুড়ি

October 14, 2023 94 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরীর রেলওয়ে কৃঞ্চচূড়া চত্বরে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে শুরু হয় সমাবেশ। এতে শহর ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেয়। এসময় মঞ্চের সামনে সারি করে রাখা চেয়ারে বসাকে কেন্দ্র করে ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।
পরে সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পীযুষ কান্তি সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক গোলাম সরোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম বলেন, তেমন কিছু হয়নি। পিছনে কিছু ছেলে একটু ঝামেলা করেছে। তবে তাৎক্ষণিক বিষয়টি সমাধান হয়ে গেছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে হট্টগোল ও চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।###

মতিউল আলম

সাম্প্রতিক