You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ২০ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের কোতোয়ালী থানার এসআই (নিঃ) মাসুদ জামালীর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী হৃদয় হাসান @ নাদিম @ নাইম (২৫), পিতা-মোঃ কামাল হোসেন, সানকিপাড়া শেষ মোড়, মোঃ রিপন (৫০), পিতামৃত-মনুর উদ্দিন, রুহুল আমিন (২৪), পিতা-আঃ হাই, উভয় সাং-বলাশপুর আবাসন নদীর পাড়, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মনিতোষ মজুমদারনেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার বাকৃবি শেষ মোড় এলাকা হতে ধর্ষনের চেষ্টা মামলার আসামী ১।মোঃ হাফেজ মাওলানা মুফতি জালাল উদ্দিন ফারুকী(৪৮), পিতা-মমিন উদ্দিন, সাং- ডলোয়াকান্দা, থানা-ধোবাউড়া, এপি/সাং-মুহ্তামিম বাকৃবি শেষ মোড় জামতলা জামিয়া হালিমা সাদিয়া (রাঃ) বালিকা মহিলা মাদ্রাসায় এবং কেন্দ্রীয় মসজিদ বাকৃবি এর ইমাম, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) শামছুজ্জামান নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানারচরপাড়া হাসপাতাল গেইট এলাকা হতে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামী সাইফুল ইসলা্ম প্রিন্স(৩৫), পিতা-মো: সিকান্দর আলী, সাং চরপাড়া(হাসপাতাল গেইট), থানা- কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কামরুল হাসাননেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানারপৌর মার্কেট এলাকা হতে আন্যান্য মামলার আসামী জয় চৌধুরী (৩০), পিতা-বীরবল চৌধুরী, সাং-জিরো পয়েন্ট নদীর পাড়, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সোহরাব হোসেননেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার আ্কুয়া কান্দা পাড়া এলাকা হতে আন্যান্য মামলার আসামী রাসেল মিয়া (৩৪), পিতা-আজিজুল হক খেচু, সাং-উজান ঘাগড়া, মনির মিয়া (২৬), পিতামৃত-আছর আলী, সাং- ভাটি দাপুনিয়া, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) আঃ সাত্তারনেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানারগন্দ্রপা এলাকা হতে আন্যান্য মামলার আসামী শাকিল হোসেন (২৪), পিতা-বাদল মিয়া, সাং-শষ্যমালা, সাকিব (২৩), পিতা-সাইদ মিয়া, সাং-গোষ্টা দক্ষিনপাড়া, উভয় থানা- কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মিজানুর রহমাননেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চায়না মোড় এলাকা হতে আন্যান্য মামলার আসামী খোকন মিয়া (৫৫), পিতামৃত-হাফিজ উদ্দিন, রফিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ লাল মিয়া, উভয় সাং-চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এছাড়াও এসআই(নিঃ)কামরুল হাসান, আজগর আলী, এএসআই(নিঃ) আঃ সাত্তার, আবুল হাসান, নুরুজ্জামান, আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান, ফরহাদ উদ্দিন নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার সিআর সাজা ও ৭টি জিআর সহ সর্ব মোট ৮টি বডি তামিল করেন।
সিআর সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানায় আনারুল ইসলাম (২৬), পিতা- আঃ ছালাম, (সাং-আব্দুল্লাহপুর) , উপজেলা ময়মনসিংহ সদর
জিআর গ্রেফতারী পরোয়ানায় ৭ জন হলেন মোঃ আঃ রহমান , দাপুনিয়া (দাপুনিয়া মাঠপাড়, (সরকারী আবাসন), জনি, উজান ঘাগড়া (উজান ঘাগড়া, ১১নং ঘাগড়া ইউনিয়ন, ওয়ার্ড নং-২), আলমগীর, পুরোহিত পাড়া (পুরোহিতপাড়া), আব্দুস সালাম, পিতা-মোঃ রাজা মিয়া, কৃষ্টপুর (বউ বাজার), মন্টু (২৫), আকুয়া (আকুয়া একাডেমী রোড) , মাসুদ মাহবুব (২২), আকুয়া (আকুয়া সর্দারবাড়ী) , মজিবুর রহমান (মজু), উইনারপাড় (পূর্বপাড়া)) , সকলেই ময়মনসিংহ সদর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##