ভালুকা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ব্যবহৃত সরঞ্জামসহ ৯ ডাকাত গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহে ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে।আজ ১৮ অক্টোবর গত রাত আড়াইটায় ভালুকা থানার মেহেরাবাড়ী এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশে ফাঁকা জায়গায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতিকালে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ হাতেনাতে ৯ জন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, ভালুকা থানার মেদুয়ারী গ্রামের মাজহারুল ইসলাম (৪৫),। এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ৮টি মামলা বিচারাধীন আছে।
ত্রিশাল, থানা- গুজিয়াম গ্রামের আফজাল মিয়া (২৯), এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ১২টি মামলা বিচারাধীন আছে। ত্রিশাল, থানার মোক্ষপুর গ্রামের রিফাত মিয়া সরদার (২৫), এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ০৪টি মামলা বিচারাধীন আছে। ত্রিশাল থানার সানকি ভাঙ্গা গ্রামের নাজমুল হক(২৮), এর বিরুদ্ধে মাদক ও ডাকাতির ২টি মামলা বিচারাধীন আছে।
ত্রিশাল, থানার মোক্ষপুর গ্রামের মোঃ রিয়াদ মিয়া (৪৫), এর বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ বিভিন্ন অপরাধ মোট ০৬টি মামলা বিচারাধীন আছে। ভালুকা থানার মেদুয়ারী গ্রামের রুবেল মিয়া(২৫), এর বিরুদ্ধে ১টি মাদক মামলা বিচারাধীন আছে। গৌরীপুর, থানার চুরালীর মোঃ শামীম(২৫), এর বিরুদ্ধে ০১টি মামলা বিচারাধীন আছে। গাজীপুর, শ্রীপুর থানার মুলাইদ মধ্যপাড়া, . সোলাইমান(২৮), এবং নেত্রকোনা বারহাট্টা, থানার মোঃ শামীম(৩৪)।

অভিযানকালে ঘটনাস্থলে ডাকাতির কাজে ব্যবহৃত যেসব সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে ১টি নীল রংয়ের রেজিস্ট্রেশনবিহীন পিক-আপ গাড়ী, ১টি লোহার তৈরী রাম-দা, ১টি স্টিলের চাপাতি, ১টি কাঠের বাটযুক্ত লোহার ছোরা, ১টি কাটার, প্লাষ্টিকের রশি ০৩ টুকরা, ৩টি লোহার রড, প্রতিটি ৩ ফুট দীর্ঘ, এবং ০২টি সাদা কসটেপ

উল্লিখিত ডাকাতগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে প্রকাশ করে এবং তারা দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করে।

তাদের বিরূদ্ধে ভালুকা মডেল থানায় মামলা নং-২৫, তারিখ-১৮/১০/২০২৩ ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; রুজু করার পর আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।###

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার