দেশের ১৫০ সেতু ও ১৪ টি ওভার পাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

দেশের ১৫০ সেতু ও ১৪ টি ওভার পাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০ সেতু ও ১৪ টি ওভার পাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব সেতু ও ওভারপাসের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় স্বয়ংক্রিয় মোটর যান ফিটনেস পরীক্ষা কেন্দ্র, ডিটিসিএ ভবন, বিআরটিসির ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ জেলার কেওয়াট খালি ও রহমতপুর ২টি সেতুর নির্মাণ কাজের উদ্বোধন ও সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা হয়।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বাস-ট্রাক চালকদেরকে রাস্তায় প্রতিযোগিতা বন্ধ করতে হবে। এ জন্য তাদেরকে মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

চালকের বিশ্রামের দিকে নজর দিতে মালিকদেরকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটানা গাড়ি না চালিয়ে বিশ্রাম নিতে হবে। গাড়ি চালাতে তেল-পেট্রল লাগে। যিনি গাড়িটা চালাবেন তারও তো তেল-পেট্রল ঠিক থাকতে হবে। তারও কিন্তু শরীর। মাথা যেন ঠিক থাকে সেদিকে নজর রাখতে হবে।’

এ সময় প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান। তিনি বলেন, পরিবার হারানোর বেদনা আমার মতো আর তো কেউ জানে না। দেশকে আরও উন্নত করাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী।

LATEST POSTS