ফুলবাড়ীয়া প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মাস ব্যাপী জাসদের কর্মী সমাবেশের অংশ হিসেবে উপজেলার ৪ নং বালিয়ান ইউনিয়নে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে শনিবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় বালিয়ান ইউনিয়ন জাসদের আয়োজনে মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চাঁন মিয়া মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাসদ কেন্দ্রীয় কমিটির এডভোকেট সাদিক হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক জাসদ কেন্দ্রীয় কমিটি, সভাপতি- জাসদ ময়মনসিংহ মহানগর কমিটি ও ১৫১ ময়মনসিংহ- ৬ ফুলবাড়ীয়া থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জাসদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম চুন্নু,জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাংবাদিক শামসুল আলম খান, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম আশরাফুল আলম হীরা।এছাড়াও বক্তব্য রাখেন,মোঃ সাইদুল ইসলাম বিএসসি, মোঃ নজরুল ইসলাম মাস্টার, ইব্রাহীম খলিল মাষ্টার, আজহারুল ইসলাম হেলাল, আইয়ুব আলী সরকার, মেসের আলী সরকার, মোঃ লাল মিয়া,শফিকুল ইসলাম, মোঃ আমীর হোসেন, হুমায়ুন কবির কামাল প্রমুখ।
এর আগে অতিথিদের ফুলেল শুভেচছা ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ উজ্জ্বল মিয়া।