আওয়ামী লীগ সব ধর্ম ও বর্ণের মানুষের সঙ্গে প্রতারণা করেছে-প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
আওয়ামী লীগ সব ধর্ম ও বর্ণের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে তাদের ভোট ব্যাংক মনে করে, আর ভোট শেষ হলে তাদের ওপর নির্যাতন চালায়। আওয়ামী লীগ আমলেই হিন্দু ধর্মাবলম্বীরা বেশি নির্যাতিত-নিপীড়িত হয়েছে। তাদের আর বিশ্বাস করা যায় না।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা সদর, গোয়াতলা, পুরাকান্দুলিয়া, বাঘবেড়, গামারীতলাসহ বিভিন্ন ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সব ধর্ম ও বর্ণের দল। বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার- বিএনপি এ নীতিতে বিশ্বাস করে।সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতারাই বলছেন, দুর্গাপূজার আগেই প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলা শুরু হয়ে গেছে। হিন্দু সম্প্রদায়কে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি আওয়ামী লীগ এখনো বাস্তবায়ন করেনি। তারা সব ধর্ম-বর্ণের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাদের আর বিশ্বাস করা যায় না।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, হাবিবুর রহমান, আবদুল ওয়াহেদ তালুকদার, আবদুস শহিদ, সোলায়মান সরকার, বিএনপি নেতা ফরিদ আল রাজি কমল, আবুল কাশেম ডলার ও নয়ন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার