You must need to login..!
Description
মতিউল আলম, ময়মনসিংহ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, খেলাধূলার মান উন্নয়নে ও খেলোয়াড় সৃষ্টিতে কাজ করছে সরকার। আজ বৃহস্পতিবার বিকালে গফরগাঁও জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ অডিটরিয়ামে শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গফরগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া স্ংস্থা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল, বিশেষ অতিথি ছিলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রকল্প পরিচালক (উপ সচিব) মাহবুব মোরশেদ সোহেল, গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম। প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ সরকার সর্বক্ষেত্রে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গফরগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে অতীতে কোন সরকার আমলে হয়নি। আগামী নির্বাচনের নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান। ##