মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধে সেকান্দর হত্যা মামলার অন্যতম ২ আসামী গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের মুক্তাগাছায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সেকান্দর আলী হত্যা মামলার অন্যতম মূলহোতা মোঃ রাকিব (১৯) এবং মোঃ জিবারুল (২৫) কে আটক করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। বৃহস্পতিবার রাতে র‍্যাব-১৪’র উপ-পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার সাভার ও খিলখেত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র‍্যাব জানায়, মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের গাড়াইকুটি গ্রামের সেকান্দার আলীর সাথে (৬০) পানের বরজের সীমানা নিয়ে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের মুজিবুর রহমান (৫৯) এর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে গত ২০ অক্টোবর শুক্রবার বিকালে জমির আইল মাপার সময় কথা কাটাকাটি হয়। পরে সেকান্দার আলী (৬০) বাড়ী ফেরার সময় রাস্তায় একা পেয়ে দা, বল্লাম দিয়ে রাস্তা অবরোধ করে। এক পর্যায়ে মুজিবর সহ তার ছেলেরা সেকান্দার আলীকে এলোপাথারি আঘাত করতে থাকে। সেকান্দার আলীকে বুকে পিঠে দা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী সেকান্দার আলীকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহে মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরে আহত সেকান্দার আলী হাসাপাতালে দুই দিন চিকিৎসা নেওয়ার পর রবিবার দুপুরে মৃত্যুবরণ করে।
এ ঘটনায় নিহতের মেয়ে সাবিনা ইয়াসমিন বাদী হয়ে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। র‍্যাব জানায়, র‍্যাব-১৪’র অধিনায়কের নির্দেশনায় মামলা রুজু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আসামীদেরকে ধরতে সক্ষম হন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার