
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় মিছিল বের করে তারা। মিছিল শেষে যানবাহনে ইটপাটকেল মেরে ভাঙচুর করতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
পুলিশের বাধা উপেক্ষা করেবিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম আহ্বায়ক এড এম এ হান্নান, বিএনপি নেতা রতন আকন্দ,যুবদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন,সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শেখ নুর আলম সিদ্দিকী, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাইমুর আরেফিন পাপনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অবরোধের সমর্থনে এই মিছিলে যোগ দেন। পরে নেতাকর্মীরা মহানগরের বিভিন্ন সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন।
অবরোধ চলাকালে ময়মনসিংহ পাটগুদাম এলাকায় পথসভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বতঃস্ফূর্তভাবে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করায় জনসাধারণ এবং পরিবহন মালিক,শ্রমিকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সম্মিলিত আন্দোলনের মধ্যদিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে এবং ভোটচোর সরকারের পতন ত্বরান্বিত করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জন প্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠা করা হবে। তিনি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ নেতাকর্মীদের গ্রেফতার ও বিভিন্ন উপজেলায় মিথ্যা মামলা দায়ের করায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন হামলা,মামলা,গ্রেফতার করে চলমান আন্দোলন দমন করা যাবে না। তিনি জনগণের প্রতি ২ নভেম্বর পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করারও আহ্বান জানান।
বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করে রেলক্রসিং পর্যন্ত গেলে পুলিশের প্রতিরোধের মুখে পড়ে। ওই সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতারা। এ সময় রাস্তার পাশে থাকা বিআরটিসির বাসসহ কয়েকটি যানবাহনের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পালিয়ে যান বিএনপি নেতারা। মিছিলে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ##
মতিউল আলম