ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতিসহ বিএনপির ৪২ নেতাকর্মী গ্রেপ্তার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি খন্দকার মাসুদুল হকসহ ময়মনসিংহে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার হয়েছে।তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।সোমবার (৩০ অক্টোবর) বিকেলে তাদের ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরও জানান, শেখ আমজাদ আলীর বিরুদ্ধে মামলা রয়েছে।

এর মধ্যে কোতোয়ালি থানায় সাত, মুক্তাগাছায় পাঁচ, ফুলবাড়িয়ায় পাঁচ, ঈশ্বরগঞ্জ পাঁচ, ত্রিশালে পাঁচ, ভালুকায় চার, নান্দাইলে তিন, ধোবাউড়ায় তিন, হালুয়াঘাটে দুই, ফুলপুরে দুই ও তারাকান্দা থানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দসহ সংশ্লিষ্ট থানার ওসিরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গতকাল রোববার (২৯ অক্টোবর) জেলার ভালুকা উপজেলায় হরতালের সমর্থনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে সোমবার (৩০ অক্টোবর) পৃথক দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছামিউল হক বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

অপর মামলার বাদী ওই থানার আরেক এসআই মানিকুল ইসলাম। এ মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার