November 2, 2023
140
No Comments

You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ
বাংলাদেশ নিয়ে এখন জাতিসংঘের মাথা ঘামানোর সময় নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেছেন, জাতিসংঘ তো নামকাওয়াস্তে। জাতিসংঘের কোনো কার্যকারিতা তো নাই বাস্তবে। ভালো ভালো কিছু কথা বলা ছাড়া আর কোথাও কোনো ভূমিকা আছে বলে জানা নেই।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের দেওয়া বিবৃতির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জাতিসংঘের বিবৃতিতে বোঝা যায় দে হ্যাভ বিন মিসলিড। আমরা বলতে চাই জাতিসংঘের আসলে এখন বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময় নয়।’