You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ -০৪ জনকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, এসআই(নিঃ) শাহ্ মিনহাজ উদ্দিন, এসআই(নিঃ) রেজাউল আমীন বর্ষন, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন হাক্কানী মোড় সাকিনস্থ জনৈক জুলহাস উদ্দিন এর খাবার হোটেলের সামনে হতে ৪ নভেম্বর ২০২৩ রাত পৌণে ১০টায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী তানভীর আহমেদ (২৫), পিতা-মৃতঃ আজিজুল হক, সাং-কেওয়াটখালী ১৯নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে মাদক মামলা রয়েছে।
অভিযান-২
এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন, এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার মুন্সিরহাট বাজার ধানমহল সাকিনস্থ মোঃ মানিক মিয়া এর মুদির দোকানের সামনে হতে ০৫ নভেম্বর রাত ১২টায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হাসান কবির (২৬), পিতা-আব্দুল কুদ্দুছ, সাং-মুক্তিপাড়া, মোঃ ফারুক (২৪), পিতা-মোঃ চাঁন মিয়া, সাং-ভিতরগাঁও (শিল্পপতি সোহেলের বাড়ীর পাশে), ৬নং ইউপি, সাইফুল ইসলাম (২৫), পিতা-সেলিম দর্জি, সাং-ছুচাউড়া, ৬নং ইউপি, সর্ব থানা-পূর্বধলা, নেত্রকোণাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী ও ধোবাউড়া থানায় পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।##