ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে অপহরনকারীসহ গ্রেফতার ২১ঃ ভিকটিম উদ্ধার

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে অপহরনকারীসহ গ্রেফতার ২১ঃ ভিকটিম উদ্ধার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরনকারীসহ ২১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ২১ জনকে গ্রেফতার করা হয়।


কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ এলাকায় ৪ নভেম্বর ডিউটিকালে অপহৃত ভিকটিম আল আমিন (৩৬), পিতা- আব্দুল হান্নান মিয়া, সাং- রুপনাই, থানা- এনায়েতপুর, জেলা- সিরাজগঞ্জ, মোঃ বুলবুল (৩০), পিতা- মৃত আয়ুব আলী শেখ, সাং-ব্রাহ্মমগ্রাম, থানা- এনায়েতপুর, জেলা- সিরাজগঞ্জ এবং মোঃ রফিক (৩৮), পিতা- মৃত জালাল উদ্দিন, সাং- বেলতলী, থানা-গৌরিপুর, জেলা- ময়মনসিংহকে অপহরন করে চাঁদার টাকা আদায় করার জন্য নিয়া যাওয়ার সময় অপহৃত ভিকটিম মোঃ রফিক ডাক চিৎকার করলে পুলিশের সন্দেহ হলে স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনার কাজে ব্যবহৃত অপহৃত ভিকটিম আল আমিন এর মাইক্রোবাসটি আটক করেন এবং আসামী মোঃ মফিজুল ওরফে মফিজ (৩০), পিতা- ইসমাইল, সাং- পাতালিয়া দেওতলা, থানা- কালীহাতি, জেলা- টাঙ্গাইলকে আটক করতে সক্ষম হয়। তখন আসামীর সহযোগী আরও ৬ জন আসামী কৌশলে দৌঁড়াইয়া ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে মাইক্রোবাসের ভিতর হতে অপহৃত ভিকটিমদের উদ্ধার করেন এবং মাইক্রোবাসটি হেফাজতে নেন। পরবর্তীতে অপহৃত ভিকটিম, আটকৃত আসামী সহ স্থানীয় তদন্তে জানা যায় আটককৃত আসামীরা সহ পলাতক ৬ জন আসামী ০৩ নভেম্বর ২০২৩ রাত অনুমান ০৯:৩০ টায় সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার এনায়েতপুর সাকিনস্থ খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ গেইটের সামনে হতে টাঙ্গাইল মির্জাপুর যাওয়ার কথা বলে ভিকটিম মোঃ আল আমিন এর চালিত মাইক্রোবাসটি ৬,০০০/- (ছয় হাজার) টাকায় ভাড়া নেয়। অতঃপর ভিকটিম মোঃ আল আমিন ও তাহার গাড়ীর হেলপাড় বুলবুল কে সাথে নিয়া আসামীদের নিয়া রওনা হলে অনুমান ০১ কিঃ মিঃ দূরে যাওয়ার পরেই উক্ত ধৃত আসামী সহ পলাতক আসামীর তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র-সস্ত্র বের করিয়া চালক মোঃ আল আমিনকে ভয় দেখিয়ে গাড়ীটি থামিয়ে চালক মোঃ আল আমিন এবং হেলপাড় মোঃ বুলবুলকে হাত, পা, মুখ বেধে পিছনের সিটে নিচে ফেলে রাখে। অতঃপর আসামীরা বাদীর উক্ত গাড়ীটি চালাইয়া বিভিন্ন এলাকায় যাতায়াত করে এবং রাস্তা থেকে বিভিন্ন যাত্রীদের অপহরণ করে গাড়ীতে উঠাইয়া তাদের ভয়ভীতি দেখাইয়া চাঁদা দাবী করিয়া চাঁদা আদায় করে রাস্তায় ফেলে দেয়। উক্ত ধৃত আসামী সহ পলাতক আসামীরা একই কায়দায় ৪ নভেম্বর ২০২৩ রাত অনুমান ৪ টায় টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন এলেঙ্গা এলাকা হতে ভিকটিম মোঃ রফিক (৩৮) কে অপহরণ করে মাইক্রোবাসে উঠাইয়া চাঁদা দাবী করিয়া চাঁদার টাকা আদায়ের জন্য ময়মনসিংহ যাওয়ার পথে একই তারিখ সকাল অনুমান ৮:টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড়ে পৌঁছাইলে আসামীরা তাদের সাথে থাকা অস্ত্রাদি বের করে উক্ত যাত্রী মোঃ রফিক কে ভয় দেখাইয়া তার সাথে থাকা নগদ ৩৫,০০০/-টাকা এবং একটি ভিবু মোবাইল ফোন, মূল্য অনুমান ২০,০০০/-(বিশ হাজার) টাকা নিয়া যায় এবং নগদ আরও ৫০,০০০/-টাকা দাবী করে মারপিট করলে তিনি তার পরিবারের লোকজনের সাথে কথা বলে টাকা সংগ্রহ করতে না পারলে আসামীরা তাকে মারধর করতে থাকলে তাহার ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসলে মাইক্রোবাস হতে উক্ত ধৃত আসামীকে আটক করতে সক্ষম হন এবং মামলার এজাহারনামীয় অপর আসামীর দৌঁড়াইয়া ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ইন্সপেক্টর(নিঃ) ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার নওমহল এলাকা হতে বিস্ফোরক মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোঃ মোর্তুজা (৩৫), পিতা- মৃত আব্দুর রহমান,
সাং- নওমহল (প্রাইমারী স্কুলের বাম পাশে), থানা-কোতোয়ালী ২। মোঃ আলমগীর হোসেন মানিক (৪৫), পিতা- মোঃ মোসলেম উদ্দিন, সাং- উড়াহাটি, থানা- ভালুকা, এ/পি- চামড়া গুদাম (ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু এর ভাওয়াল কনষ্ট্রাকশন অফিসের ম্যানেজার), থানা-কোতোয়ালী, উভয় জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই/শামছুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার উজান ঘাগড়া এলাকা হতে বিশেষ ক্ষমতায় আসামী রফিকুল ইসলাম ওরফে রবু (৭০), পিতা মৃত-কোরবান আলী আকন্দ সাং- উজান ঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) মোঃ ফারুক আহম্মেদনেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানারবড় বাজার এলাকা সন্দিগ্ধ চোর
সজিব (২২), পিতা- বাছির, সাং- কাশর পুলিশ লাইন, জেলখানার পিছনে মহিলা মাদ্রাসার পাশে, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ, মোঃ ফুয়াদ হাসান (২২), পিতা- রহমান আলী, সাং- তারাটি চরপাড়া, থানা-মুক্তাগাছা, এ/পি- কেওয়াটখালী (এমদাদুলের বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে করা হয়।
এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম,নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চরকালীবাড়ী টোলপ্লাজার সামনে হতে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন (২৮), পিতা- আজাদ হোসেন, সাং- দৌলদিয়া হাটিপাড়া, থানা- হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ, এ/পি- দক্ষিনমান্ডা (জামাইরটেক), থানা- মুগদা, ডিএমপি ঢাকা, বেলায়েত হোসেন (৪৫), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- হোসেনপুর টঙ্গীবাড়ী, থানা- কলাপাড়া, জেলা- পটুয়াখালী, এ/পি- ১/২৭/ছ দক্ষিন মুগদাপাড়া, থানা-মুগদা, ডিএপি ঢাকাদ্বয়কে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করা হয়।
এসআই(নিঃ) মোঃ কামরুল হাসান, সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে জন সাধারনের চলাচলে বিঘ্ন করার অপরাধে আসামী মোস্তফা(৩৫), পিতা-আঃ কাইয়ুম ও সুরুজ(৩০), পিতা- মৃতঃ আঃ রশিদ , ঠিকানা: স্থায়ী: (উজান ঘাগড়া) , থানা- কোতোয়ালী মডেল, -ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজিম, সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে জন সাধারনের চলাচলে বিঘ্ন করার অপরাধে আসামী ইব্রাহীম, পিতা-মৃত নাজিম উদ্দিন , গ্রাম- চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী মডেল, -ময়মনসিংহ, মিজান (৪২), পিতা-মৃত আবু তাহের , গ্রাম- ত্রিমোহনী, থানা- খিলগাঁও, জেলা -ঢাকাদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) মোঃ আয়েছ মিয়া, সংগীয় অফিসার ও ফোর্স সহ চরপাড়া মোড় এলাকা জন সাধারনের চলাচলে বিঘ্ন করার অপরাধে আসামী মাজহারুল ইসলাম নিরব (২০), পিতা- মাসুদ রানা, সাং- চামড়া গুদাম, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) শামীমুল হক, সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা হতে জন সাধারনের চলাচলে বিঘ্ন করার অপরাধে আসামী সহিদুর রহমান (৫০), পিতা-মৃত- মফিজ উদ্দিন (সিরতা টান পাড়া) , আনোয়ার হোসেন @ আইন উদ্দিন (৪৮), পিতা-মৃত-শাহর আলী , (সিরতা টান পাড়া) , দিদারুল ইসলাম (৪৬), পিতা-মৃত-আঃ রাজ্জাক , (সিরতা টান পাড়া) , সকলের থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।

ইহাছাড়াও এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর এবং এএসআই(নিঃ) নূরে আলম, নুরুজ্জামান, মাহমুদুল হাসান, শামীমুল হাসান, হযরত আলী থানা এলাকা হতে ০৬টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক নিম্নোক্ত আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারী পরোয়ানায় মুজিবর রহমান, পিতা-মোঃ আব্দুল জলিল, স্থায়ী: গ্রাম- চর আনন্দীপুর (হাবিব মিস্ত্রি গ্যারেজ সংলগ্ন) , রাসেল খান, পিতা-মৃত আঃ রশিদ, সাং- আনন্দীপুর(খা বাড়ী)) , রাসেল খান , পিতা-মৃত আঃ রশিদ খান, সাং- আনন্দীপুর (খা বাড়ী) , কাউসার, পিতা-মৃত ইব্রাহীম খলিল, সাং- আনন্দীপুর(খা বাড়ী)) , আতিকুর রহমান প্র: বিজয় (২৭), পিতা-লিয়াকত আলী, স্থায়ী: গ্রাম- বলাশপুর (বলাশপুর) , নাদিম খান, পিতা-মোঃ মওদুদ খান, স্থায়ী : (সাং- আকুয়া মাদ্রাসা কোয়াটার,) , সকলের উপজেলা ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ।

প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

LATEST POSTS