You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান বিস্ফোরক মামলার আসামীসহ ২৫ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর(নিঃ) ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার টাউন হল মোড় এলাকা হতে বিস্ফোরক মামলার ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোফাজ্জল হোসেন (৩৬), পিতামৃত-নুরুল ইসলাম, সাং-চর কুমার ভাঙ্গা, থানা-নান্দাইল, এপি/সাং-সানকিপাড়া শেষ মোড়, শহিদ আনোয়ারুল ইসলাম উজ্জল (৫২), পিতামৃত-নাছির উদ্দিন আহম্মেদ, সাং-কাচিঝুলি গোলাপজান রোড, আরমানুর রহমান @ রুমান (৩৭), পিতামৃত-আঃ আজিজ, সাং-সানকিপাড়া সেনবাড়ী রোড, মোঃ আলাল মিয়া (৪৫), পিতা-মোঃ লাল মিয়া, মাতামৃত-, সাং-ঢোলাদিয়া বালুরঘাট মসজিদের পিছনে, মোঃ রাজু (২৭), পিতা-সাইদুল ইসলাম,
সাং-চরকালিবাড়ী, সর্ব থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহগনদের’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কামরুল হাসান নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার বলাশপুর রেলব্রীজের নিচে পাকা রাস্তার উপর রবি মিয়ার বশত বাড়ী হতে অনুমান ৫০ গজ উত্তর হতে মাদক মামলার আসামী রবিন (২৪),
পিতামৃত-কালাম, সাং-চরপাড়া পপুলার প্রাইভেট হাসপাতালের পিছনে, থানা-কোতোয়ালী,ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ১০০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
এসআই/ফারুক আহমেদ,নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার কালিবাড়ী এলাকা হতে চুরি মামলার আসামী সোহাগ পোদ্দার ওরফে আকাশ (২২), পিতা-সুশংকর পোদ্দার, সাং-র্যালির মোড়,মোঃ ইউসুফ (৩৫), পিতামৃত-জমশেদ আলী, মাতা-হামিদা বেগম, সাং- বলাশপুর মধ্যপাড়া, মোঃ রাসেল (৩৫), পিতামৃত-দিলু মিয়া, সাং-চামড়া গুদাম, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সাইফুল ইসলাম মন্ডল,নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চরপাড়া এলাকা হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মনির উদ্দিন (৪০), পিতা-বদর উদ্দিন, সাং-পুরোহিতপাড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) নূরে আলম, নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চরনিলক্ষীয়া এলাকা হতে অন্যান্য মামলার আসামী এমদাদুল (৫০), পিতামৃত-আসন আলী মন্ডল, মজিবুর মিয়া (৫০), পিতামৃত-মোসলেম উদ্দিন আকন্দ, আরিফ (২৪), পিতা-রজব আলী, সর্ব সাং চর গোবদিয়া, মোকসেদ আলী (৪০), পিতামৃত-গিয়াস উদ্দিন, আঃ রশিদ (৩৭), পিতামৃত-রহিছ উদ্দিন, সাং-চর পুলিয়ামারী, সুজন মিয়া (৪০), পিতামৃত-নুর মিয়া, স্বপন মিয়া (৩৬), পিতা-নওশের আলী মন্ডল, রুস্তম আলী (৪০), পিতামৃত-নুর হোসেন, সর্ব সাং-চর নিলক্ষীয়া, মোস্তফা (৪৫), পিতা-শহিন মিয়া, কালাম (৩২), পিতামৃত-আলীমুৃদ্দিন, উভয় সাং-উজান পাড়া, আলামিন (৩৫), পিতামৃত-নুর মোহাম্মদ, সাং-চর ঝাউগড়া, সর্ব থানা-কোতোয়ালী,ময়মনসিংহগনদেরকে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই(নিঃ) তানভীর আহমেদ ছিদ্দীকী, আজগর আলী, আল মামুন, এএসআই(নিঃ) ফরহাদ উদ্দিন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর, ০২টি সিআর ও ০১টি সিআর সাজাপ্রাপ্ত সহ সর্ব মোট ৪টি বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় রাজন, পিতা-আমজাদ মিয়া, আকুয়া মাদ্রাসা কোয়ার্টার (আকুয়া চুকাইতলা ) , সিআর গ্রেফতারী পরোয়ানায় সাকিবুল হাসান রুবেল, পিতা-সুরুজ আলী, (কল্যানপুর (তারাগাই) , মোঃ জাহাঙ্গীর, পিতা-মৃত রোকন মিয়া, স্থায়ী: গ্রাম- চর ঈশ্বরদিয়া চায়না মোড় নামাপাড়া, ডাকঘর-লালকুটির দরবার শরীফ-২২০০, সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় মোঃ জাহাঙ্গীর মিয়া, পিতা-রোকন মিয়া, গ্রাম- চর ঈশ্বরদিয়া (পো: শম্ভুগঞ্জ) সকলেই, থানা- কোতোয়ালী মডেল, ময়মনসিংহ ।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।