স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য সিনিয়র সাংবাদিক বিটিভির জামালপুর জেলা প্রতিনিধি মোস্তফা বাবুল আর নেই। ১২ নভেম্বর দিবাগত রাত ১২ টায়
ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মোস্তফা বাবুলের মৃত্যুতে বৃহত্তর ময়মনসিংহের শোকাভিভূত। তিনি দীর্ঘদিন ধরে নানা অসুখ নিয়ে জীবন যুদ্ধে অতিক্রম করছিলেন।
মুক্তিযুদ্ধের পক্ষের গুণী আদর্শবান এই সাংবাদিকের মৃত্যুতে বৃহত্তর ময়মনসিংহবাসী একজন স্পষ্টবাদী নির্ভিক অকুতোভয় দুঃসাহসী সত্যনিষ্ঠ সাংবাদিককে হারালো।
মোস্তফা বাবুলের মৃত্যুতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বিটিভি সংবাদদাতা সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।