স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের হালুয়াঘাটের এক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে রিপন চন্দ্র হুড় (৪০) নামে এক দপ্তরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রিপন চন্দ্র হুড় পৌর শহরের উত্তর খয়রাকুড়ি গ্রামের মৃত সুবোধ চন্দ্র হুড়ের ছেলে। সে ওই বিদ্যালয়ে নৈশ্য প্রহড়ি কাম দপ্তরি পদে চাকুরী করতেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রিপন দশ বছর ধরে এই বিদ্যালয়ে চাকরী করে আসছেন। সম্প্রতি সে আর্থিকভাবে ঋণ গ্রস্থ হয়ে হতশায় ভোগছিলেন। রবিবার সন্ধ্যায় বিদ্যালয়ের চাবি স্ত্রী সম্পা রানীর কাছে দিয়ে ময়মনসিংহ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রিপন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনার দিন সকালে রিপনের মেয়ে অন্ন হুড় শ্রেণিকক্ষ খুলে দিতে বিদ্যালয়ে যায়। তালা খুলে শ্রেণী কক্ষের ভিতর বাবার মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা গিয়ে ঘটনাটি দেখেতে পায়। পরে বিদ্যালয়ের কৃর্তপক্ষ পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন বলেন, দুঃখজনক একটি ঘটনা। মেয়ে বিদ্যালয়ে তালা খুলতে এসে বাবার লাশ দেখতে পেলে চিৎকার করে। রিপনের মেয়ে অন্ন হুড় বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।