ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক রাকিব খুনের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক রাকিব খুনের ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী

November 15, 2023 116 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহে ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক রাকিব নামে ২৪ বছর বয়সী এক যুবক খুনের ঘটনায় ফুঁসছে এলাকাবাসী। এ ঘটনায় জড়িত সন্ত্রাসী শাওনসহ তার সঙ্গীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর চায়না মোড় এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ হাজারো মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, ‘হত্যার তিন দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে আসামিরা। সিসিটিভি ফুটেজে আসামিদের শনাক্ত করা হয়েছে, তবুও পুলিশ বলছে- খোঁজাখুঁজি চলছে। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ময়মনসিংহে সব ধরনের যানবাহন বন্ধ করে দেয়া হবে। অচল করে দেয়া হবে ময়মনসিংহ।’

মানববন্ধনে ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এমদাদুল হক মন্ডল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা ববি কাকলি, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাগর, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক