ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ফুলপুরের বওলা গ্রামের মুরাদ হাসান (৪০) ও মোহাম্মদ (৫০)।

তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ থেকে ফুলপুরগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।তিনি আরও বলেন, ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।##
মতিউল আলম

LATEST POSTS