শারীরিক প্রতিবন্ধী ছাত্র পেল ইলেকট্রনিক মোটরবাইক ও শিক্ষা সরঞ্জাম

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে

: ময়মনসিংহের ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী ৭ম শ্রেণীর মেধাবী ছাত্র নাহিদ কে ইলেকট্রনিক মোটরসাইকেল হস্তান্তর ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও ফুলবাড়ীয়া হেল্পলাইনের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ইলেকট্রনিক মোটরসাইকেল, শিক্ষা উপকরণ ও লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম মোটরসাইকেলসহ চাবি ও শিক্ষা উপকরণ শিক্ষার্থীর হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল,ফুলবাড়ীয়া হেল্পলাইনের এডমিন শাকিল চৌধুরী সহ সদস্য বৃন্দ ও শিক্ষক- শিক্ষার্থী।
জানা যায়, ফুলবাড়ীয়া হেল্পলাইন হইতে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী নাহিদের জন্য মানবিক সাহায্যের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা চেয়ে নভেম্বর মাসেই একটি পোস্ট করা হয়। বলা হয়,
ফুলবাড়ীয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র তিন কিলোমিটার পথ কষ্ট করে হামাগুড়ি দিয়ে স্কুলে আসতে হয়।
নাহিদ ফুলবাড়ীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর মেধাবী ছাত্র, পিতাঃ শহ্জাহান মাতাঃ নাদিরা সংসারে দুই ভাই বাবা ফুলবাড়ীয়া বাজারে মাছ কিনে ঐখানে বিক্রি করে এভাবেই কষ্ট করে চলে যাচ্ছে তাদের সংসার ৷ পৌরসভার ৫ নং ওয়ার্ড চান্দের বাজার শেষ প্রান্তে সর্দার পাড়া তার বাড়ি ৷ সেখান থেকে প্রতিদিন তার স্কুলে আসতে অনেক কষ্ট হয় ৷ তার কষ্টের সাথী দুই হাটু রাস্তার কনক্রিটের আঘাতে ক্ষত বিক্ষত হয় ৷ অনেক সময় হাটু দিয়ে রক্ত বের হয়ে যায় ৷ তাই তার
আকুতি একটা ইলেকট্রনিক / ব্যাটারী চালিত হুইল চেয়ার কিনে দিয়ে তাকে সাহায্য করলে সে চির কৃতজ্ঞ থাকত ৷
ফুলবাড়ীয়া হেল্পলাইনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও কিছু দানশীল ব্যক্তির নজরে আসলে নাহিদ এর প্রত্যাশিত স্বপ্ন পুরন হয়। এতে নাহিদের পিতা-মাতা সহ নাহিদ অত্যন্ত খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার