স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (নিঃ) ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার জেলা স্কুল মোড় এলাকা হতে বিস্ফোরক মামলায় আসামী শফিকুল ইসলাম @ শিপু (৩৬), পিতা-নুরুল ইসলাম @ অরুন, সাং- আকুয়া হাজী বাড়ী (পাঠান বাড়ী), এপি/সাং-নওমহল সানফ্লাওয়ার স্কুলের বিপরীতে, আতাহার আলী (৩৫), পিতামৃত-মোকসেদ আলী, সাং-খাগডহর পশ্চিম পাড়া, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আলী আকবরের নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় মদিনা হোটেলের সামনে হতে ডাকাতির চেষ্টা মামলায় আসামী রোহান (২২), পিতা-আকরাম হোসেন কাজল, সাং-মদের ডিপো, আটানী পুকুরপাড়, রিয়াজ (২২), পিতা-মোঃ মনির, সাং-বিহারী ক্যাম্প, নজরুল ইসলাম (৩০), পিতামৃত-জালাল উদ্দিন, সাং-পনঘাগড়া, মোঃ আলম (২২), পিতা-আঃ করিম, সাং-রাঘবপুর উত্তর পাড়া, মোঃ সবুজ (৩৮), পিতা-নুর ইসলাম, সাং-চরপাড়া কপিক্ষেত, আঃ রাজ্জাক @ কালা মিয়া (২৪), পিতা-শফিকুল ইসলাম, সাং-চরপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, মোঃ রাজন (২৫), পিতা-জয়নাল আবেদীন, সাং-বাইটকান্দি, থানা-ফুলপুর, মোঃ আল আমিন (২০), পিতা-মোঃ আলম মিয়া, সাং-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন এবং তাদের নিকট হত ০৭টি চাকু উদ্ধার করা হয়।
ইছাড়াও এসআই(নিঃ)সাইদুর রহমান, টিটু সরকার এএসআই(নিঃ) হুমায়ুন কবির-২ প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০১টি সিআর সাজা ও ০২টি সিআর সহ সর্ব মোট ০৩টি বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় গোলাম মোস্তফা, পিতা-মোঃ আবুল কাশেম, রাঘবপুর (পো: রাঘবপুর মাদ্রাসা) , সিআর গ্রেফতারী পরোয়ানায় পারভীন আক্তার (৩৬), পিতা-স্বামীঃ মোঃ রফিক, স্থায়ী: (সাংঃ ইটাখোলা রোড) , মোঃ আবু তাহের , পিতা-আব্দুল মালেক, আব্দুল্লাহ পুর (আঃ রহমানের বাড়ীর সাথে) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।