সাহসি ভূমিকা রাখায় ৪ শিশুকে পুরষ্কৃত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহে ৪ শিশুর সাহসি ভূমিকায় রক্ষা পেল বড় ধরণে ট্রেন দুর্ঘটনা থেকে । নান্দাইলের চার শিশু-কিশোর র্তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি ও দেশপ্রেমের অনন্য নিদর্শন রেখে রেল দুর্ঘটনা থেকে রক্ষা করায় তাদেরকে পুরষ্কৃত করেছেন ময়মনসিংহ সুযোগ্য জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুইয়া।

ঘটনার দিনটি ছিল গত ১০ নভেম্বর (শুক্রবার)। স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা দেখতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সীমানায় লাউয়ালি বিলের মধ্যবর্তী রেললাইন ধরে হাঁটছিল চার কিশোর- রাব্বি (১২) ও রাকিব (১০) , পিতা-আবুল কালাম, তামিল (১২), পিতা- সুমন মিয়া এবং বিল্লাল (১২), পিতা-আঃ কাদের। এদের সবার বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানাধীন মুশুল্লী ইউনিয়নের মোহনপুর গ্রামে।

জনবিরল রেললাইনের একটি অংশে চোখ পড়ে ওদের; দেখতে পায় কারা যেন ধাঁরালো ব্লেড জাতীয় কিছুর সাহায্যে রেললাইনের পাত কেটে সরকারী সম্পদের ক্ষতিসাধন ও জননিরাপত্তা ব্যহত করার চেষ্টা করেছে। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে সাথে সাথে রাব্বি তার বাবা আবুল কালামকে বিষয়টি অবহিত করলে তিনি তাৎক্ষণিক জাতীয় জরূরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে রেললাইনের ক্ষতিসাধনের বিষয়ে নান্দাইল থানা পুলিশকে অবহিত করেন।
এছাড়াও, কিশোরদের ডাকে স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন দ্রুত ঘটনাস্থলে ছুঁটে গিয়ে দুইটি বাঁশের লাঠির প্রান্তে দুই প্রস্থ লাল কাপড় বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে রেললাইন ধরে প্রায় এক কিলোমিটার সামনে কিশোরগঞ্জের মাইজকাপন ইউনিয়ন সংলগ্ন রেললাইনের উপর লাল নিশান হাতে দাঁড়ান। এরই মধ্যে নান্দাইল থানা পুলিশ ও রেলওয়ে ইঞ্জিনিয়ারদের একটি টীম ঘটনাস্থলে রেললাইনের কাটা অংশ সরিয়ে নতুন পাত সংযোজন করেন। চার বুদ্ধিদীপ্ত কিশোরের তৎপরতায় এড়ানো সম্ভব হয় একটি সম্ভাব্য রেল দুর্ঘটনা, রক্ষা পায় অগণিত মানুষের জীবন।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার এই কিশোরদের উপস্থিত বুদ্ধি ও দেশপ্রেমের জন্য তাদেরকে সম্মাননা ও পুরষ্কার প্রদান করেছেন।
বুধবার (২২ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এই বুদ্ধিদীপ্ত চার কিশোর, জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ সংবাদ প্রদানকারী আবুল কালাম এবং লাল নিশান হাতে ট্রেনকে সংকেত দিতে সামনে এগিয়ে যাওয়া জয়নাল আবেদীনগণকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন। এ সময় পুলিশ সুপার কিশোরদের মুখে সম্পূর্ণ ঘটনার বিবরণ ও এ সংক্রান্তে তাদের অনুভূতি মনোযোগ সহকারে শ্রবণ করেন। কিশোর রাকিব ও রাব্বি’র পিতা আবুল কালাম ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই সম্মাননা পাওয়ার আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন। রাষ্ট্রীয় সম্পত্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিৎ করার ক্ষেত্রে জনগণের অংশীদারিত্ব সুপ্রতিষ্ঠিত হওয়ার এই অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই সাহসী নাগরিকদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে অগণিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভায়।

পাশাপাশি, এই দৃষ্টান্তকে সামনে রেখে বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারী সম্পদের ক্ষতিসাধনের মত অপরাধ প্রতিরোধকল্পে এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্বার্থে জেলা পুলিশ, ময়মনসিংহ এসব অপরাধের তথ্য সংগ্রহে সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। জনমনে ত্রাস সৃষ্টিকারী যেকোনো ব্যক্তি অথবা ঘটনা সম্পর্কে উপযুক্ত প্রমাণসহ সুনির্দিষ্ট তথ্যাদি জেলা পুলিশ কন্ট্রোল রুমে (মোবাইলে অথবা Whatsapp-এ) অবহিত করলে তথ্য প্রদানকারীকে অর্থ পুরষ্কার প্রদান করা হবে। জেলা পুলিশ কন্ট্রোল রুমের ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০১০৪০৯৮। এছাড়াও, জাতীয় জরূরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে যেকোনো থানায় সরাসরি নাশকতার তথ্য প্রেরণ করা যেতে পারে।

ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারী সম্পত্তির ক্ষতিসাধন সম্পর্কে প্রমাণসহ সুনির্দিষ্ট তথ্য দিয়ে জেলা পুলিশকে সহায়তা করুন। দেশপ্রেমিক সচেতন নাগরিক হিসেবে আপনার অংশীদারিত্ব বুঝে নিন এবং আর্থিক পুরষ্কার লাভ করুন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার