ময়মনসিংহে রেললাইনে ও ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ময়মনসিংহে রেললাইনে ও ভালুকায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

November 27, 2023 95 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকারবয়রা বটতলা এলাকার রেললাইনের কাঠের পাটাতন ও ভালুকার হাজির বাজার মোড়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা থেকে আড়াইটার দিকে এসব ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে বলেন, দিবাগত রাত ২টার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার রেলস্টেশনের বয়রা বটতলা রেলগেট থেকে ৩০০ গজ দূরে রেল সেতুতে দুর্বৃত্তরা টায়ারে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেন আগুন দেখে দাঁড়িয়ে যায়। এতে অল্পের জন্য রক্ষা পায় ট্রেন। পরে ট্রেনে থাকা পুলিশ আগুন নিভিয়ে থানায় খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান বলেন, দিবাগত রাত ২টার পরে খবর আসে, ভালুকার হাজির বাজার মোড়ে সাথি শিন এন্টারপ্রাইজ নামক একটি দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পরে সেখানে গিয়ে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।এ বিষয়ে ভালুকা থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, অগ্নিকাণ্ডে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।##

সাম্প্রতিক