স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জন আসামীদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) কামরুল হাসান সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালের লাশ গেইটের সামনে হতেডাকাতির চেস্টা মামলার আসামী জোবায়ের হোসেন জবু (২১), পিতামৃতঃ নজরুল ইসলাম ওরফে নুরুল্লা, সাং-আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) টিটু সরকার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালের লাশ গেইটের সামনে হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী আরশাদুল ওরফে আরিফ (২১), পিতা-মোঃ মোতালেব, সাং- কড়ইবাড়ী (কড়ইবাড়ী রংপুর), থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ, এপি সাং-ফুলবাড়ীয়া, দিঘলচালা (শ্বশুর ছাত্তারের বাড়ী), থানা-ফুলবাড়ীয়া,ময়মনসিংহ, হামিদুল ইসলামা (৩০), পিতা-মোঃ আঃ রহিম, , সাং-ভাটি কাশর (বড়বাড়ী), কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়’কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) তাইজুল ইসলাম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চুরখাই কোনাপাড়া হতে নিয়মিত মামলার আসামী মিলন শেখ (৩২), পিতা- মৃতআয়ূব আলী. সাং-চুরখাই, কোনাপাড়া, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) টিটু সরকার অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার আউটার স্টেডিয়াম এলাকা হতে নিয়মিত মামলার আসামী নুর মোহাম্মদ (২২), পিতা-আমিনুল ইসলাম, সাং-মাটিয়ামতলা, এপি/সাং-গলগন্ডা ঠাকুর বাড়ী, কোতোয়ালী, ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
এসআই/ মাসুদ জামালী অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার মামলায় আসামী ১ (JWAM9) নুরুল ইসলাম(৪২), পিতা-মৃত-কুদ্দুস , ঠিকানা: স্থায়ী: (সাং-কেওয়াটখালী বাজার) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ: ২. (JWANU) মোঃ আশিকুর রহমান মনি(২৯), পিতা-মোঃ নুরু মিয়া , ঠিকানা: স্থায়ী: (সাং-চরপাড়া প্রাইমারী স্কুল গেইট) , থানা- ময়মনসিংহ,কোতোয়ালী মডেল, (JWAMG) মোঃ কামরুজ্জামান(২০), পিতা-মৃত-কাশেম আলী , সাং-চুরখাই) , কোতোয়ালী মডেল,ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন।
ইছাড়াও এএসআই(নিঃ) হুমায়ুন কবির-২ থানা এলাকা হতে ০১টি সিআর সাজা এবং এএসআই(নিঃ) আল আমিন ০১টি সিআর বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ০১ জন নুরে হালিমা রাফিনুছ (), স্বামী- মোঃ সাইফুল ইসলাম(মনি), (সাং- ১৬/এ মেছুয়া বাজার) , থানা- কোতোয়ালী মডেল, ময়মনসিংহ, সিআার গ্রেফতারী পরোয়ানায় ০১ জন মোঃ অহিদ (৫০), পিতা-মৃত সুলতান আহম্মেদ, স্থায়ী: (বাঃ কৃঃবি ময়মনসিংহ) ময়মনসিংহ সদর,ড়্রেফতার করে।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।