You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে ‘উপজেলা পরিষদ চেয়ারম্যান’ এর পদ থেকে পদত্যাগ করেছেন হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সায়েম।
মঙ্গলবার দুপুরে তিনি শেষবারের মতো কর্মস্থলে আসেন। গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করে তিনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে মাহমুদুল হক সায়েম উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম লিখিতভাবে পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছেন। আমি সেটি জেলা প্রশাসক কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি।
এ বিষয়ে মাহমুদুল হক সায়েম বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়াবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে আমি আওয়ামীলীগের মনোনয়নপত্র নিয়েছিলাম। কিন্তু আমি মনোনয়ন না পাওয়ায় আমাদের নির্বাচনী এলাকার মানুষ আশাহত হয়েছে। আমাদের দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবো। আমি বিশ্বাস করি হালুয়াঘাট ধোবাউড়ার মানুষ বিপুল ভোটে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করবে। আমি সবসময় মানুষের জন্য রাজনীতি করি। আমি উপজেলা পরিষদ নির্বাচনে সব কেন্দ্র থেকে পাশ করেছিলাম। জনগন আমাকে ভালোবাসে।
উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় পরিষদ থেকে ২৬ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। আমি আশাকরি এবারো জনগন আমার পাশে থেকে তাদের সেবা করার সুযোগ দিবে।###
মতিউল আলম