হাইকোর্টে আপিল করে ময়মনসিংহ-৯ আসনে নৌকার প্রার্থীতা ফিরে পেলেন মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম

হাইকোর্টে আপিল করে ময়মনসিংহ-৯ আসনে নৌকার প্রার্থীতা ফিরে পেলেন মেজর জেনারেল (অব:) আব্দুস সালাম

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

,হাইকোর্টে আপিল করে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের নৌকার মাঝি মেজর জেনারেল (অব:) আব্দুস সালামের নৌকার প্রার্থীতা ফিরে পেয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও বিচারপতি মোঃ বশির উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নান্দাইলের নৌকার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন, আইনজীবি প্রবীর নিয়োগী ও মতিউর রহমান ভুঁইয়া। এ সময় সাথে ছিলেন এডভোকেট মতিউর রহমান ভূইঁয়া, এডভোকেট রফিকুল ইসলাম ও এডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন সেখানকার রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন নান্দাইল আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান (আপিল নম্বর ৪৮৫/২০২৩)। উক্ত আপিলে আব্দুস সালামের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আনা হয়। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত শুনানিতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে কমিশন। এর ফলে মেজর জেনালের (অব:) আব্দুস সালামের প্রার্থিতা বাতিল হয়ে যায়।

ঋণখেলাপি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি। আবদুস সালামের বিরুদ্ধে ইসিতে আবেদনটি করেছিলেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান। তিনি এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। পরে মেজর জেনালের (অব:) আব্দুস সালামের প্রার্থিতা বৈধ এবং ইসির আদেশকে চ্যালেঞ্জ করে তার প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছিলেন। মহামান্য হাইকোর্ট রিটের শুনানি শেষে ইসির দেওয়া আদেশ স্থগিত করে তাকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আদেশ দিয়েছেন।##