You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার:
ময়ময়নসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়ন একটি জনবসতিপূর্ণ ইউনিয়ন। ইউনিয়নের কাহালগাঁ-দুলমা মৌজার ১৮শ একর ভূমি বন বিভাগ দাবী করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঘন্টাব্যাপী কাহালগাঁও বাজারে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেছে।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয়রা জানান, বন বিভাগের লোকজন আমাদের বাড়ীঘরে হামলা চালায় ভাংচুর করে বলে এটা বনের জমি এখানে কেউ থাকতে পারবেনা। কৃষি জমিতে আমরা চাষাবাদ করতে পারিনা। মসজিদ, মন্দির ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন। আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আমরা কাহালগাঁও-দোলমা মৌজার ভূমি ব্রিটিশ শাসনামল থেকে জমিদার কৃত পত্তন, কবুলিয়ত, জমিদার কৃত খাজনা প্রদান করে আসছি। আমাদের নামে ১৯৬২ সনে আর.ও.আর গেজেট লিপিবদ্ধ হয়েছে এবং আমাদের নামে খতিয়ান তৈরি পূর্বক আমরা ২০০৭ ইং সন পর্যন্ত সরকারকে খাজনা প্রদান করেছি। সরকারীভাবে জমি ক্রয়-বিক্রয় করে আসছি। এ সংক্রান্ত হাজার হাজার দলিল সাব রেজিষ্ট্রি অফিসে সংরক্ষিত আছে। ১৯৮৯ সালে বি.আর.এস জরিপে আমাদের নামে জমি বি.আর.এস রেকর্ড লিপিবদ্ধ হইয়াছে। জরিপে বাড়ী, নামা, কান্দা, পুকুর, বিল, স্কুল মাঠ, ঈদগাহ মাঠ, মসজিদ, কবরস্থান, মাদ্রাসা ইত্যাদি শ্রেণি উল্লেখ পূর্বক স্বত্বলিপিতে প্রকাশ করা হয়েছে। ২০০৭ ইং সনের পরে ভূমি অফিস খাজনা নিতে অপারগতা প্রকাশ করায় আমরা আর কোন খাজনা দিতে ও জমি বেচা-কেনা করতে পারছিনা। উক্ত ভূমি ১৯৬২ সনের আর.ও.আর কে বলবৎ ঘোষনা করে খাজনা প্রদান করার দাবী জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা ও আরওআর বাস্তবায়ন কমিটির মৌ: আব্দুল মুন্নাফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির হোসেন তালুকদার, নাছির উদ্দিন এমএ, মৌ: আব্দুল ছালাম, ডা. নজরুল ইসলাম, সাঈদ মৌলভী, গোলাম হোসেন, হাজী শামছুল হক মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার, আশরাফুল ইসলাম, আ: আলীম প্রমুখ।