ময়মনসিংহে মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৩

ময়মনসিংহে মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৩

BMTV Desk No Comments

 

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে মহাসড়কে পরিবহন সেক্টরে চাঁদাবাজ চক্রের মূল হোতা সুদীপ পাল (৪০)সহ ৩ জনকে গ্রেফতার ময়মনসিংহ ডিবি পুলিশ।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, ডিবির এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, এসআই (নিঃ) রেজাউল আমীন বর্ষন, সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে।

গত ২৪ মার্চ ২০২৪ রাত ১২টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ট্রাফিক মোড়ের গোল চত্বরস্থ হতে মাসিক চাঁদা আদায়ের সময় বিভিন্ন ট্রান্সপোর্ট লেখা সম্বলিত কার্ডসহ চাঁদাবাজ ময়মনসিংহ শহরের সি কে ঘোষ রোডের সুশীল চন্দ্র পালের চেলে সুদীপ পাল (৪০),এবং ২৫ মার্চ কোতোয়ালী থানার চুরখাই পাঁচ রাস্তা রোড়রস্থ খলিল মুন্সীর মুদির দোকানের সামনে হতে আসামী মানিক মিয়া (৩৮) এবং ত্রিশাল থানার বালিপাড়া মোড় হতে আসামী বালিপাড়ার মৃতঃ আক্কাছ আলী সওদাগরের ছেলে মোঃ উজ্জল মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা পলাতক আসামীদের সহযোগীতায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার পাটগুদাম ট্রাফিক মোড়ের সামনে দীর্ঘদিন যাবৎ পরিবহন সেক্টরের বিভিন্ন যানবাহনে সুবিধা দেওয়ার জন্য চাঁদা উত্তোলনের কাজে নিয়োজিত । দীর্ঘদিন যাবৎ সুচনা ট্রান্সপোর্ট এর ব্যানারে প্রতিটি গাড়ীর মালিকদের নিকট থেকে দাবীকৃত মাসিক ১,৫০০/-( এক হাজার পাঁচ শত) টাকা চুক্তিতে সর্বমোট ১১৬ টি বিভিন্ন পিক-আপ, ট্রাক গাড়ী থেকে চাঁদা উত্তোলন করে আসছিল। উক্ত ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

উক্ত ঘটনার বিষয়ে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫৭, তারিখ-২৫/৩/২০২৪ খ্রিঃ, ২০১৮ সনের সড়ক পরিবহন আইনের ৮৩/৯৯ তৎসহ পেনাল কোড ৩৮৫ ধারায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।##

LATEST POSTS