ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে হাসান নামে এক যুবক নিহত

ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে হাসান নামে এক যুবক নিহত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে মো. হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে ।     শুক্রবার (২৪ মে) রাতে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকার হাজী কাশেম আলী কলেজের পাশে এ ঘটনা ঘটে।
এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও দুজন। আহত রহিত ও রাজাকে ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত।
নিহত মো. হাসান নগরীর পাটগুদাম বিহারি ক্যাম্পের বাসিন্দা প্রয়াত মাসুদ মিয়ার ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে নগরীর বিহারী ক্যাম্পের সামনে হাজী কাশেম আলী কলেজের পাশে আড্ডা দিচ্ছিলেন হাসান ও তার বন্ধুরা। রাত ৯টার দিকে হঠাৎ ৩০-৪০ জনের একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে হাসান, তার বন্ধু রোহিত আহমেদ ও মো. রাজা আহত হন। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মুরাদ হাসান বলেন, আমার ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। অহেতুক হত্যা করা হয়েছে তাকে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলা নিয়ে বিরোধে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। আসামি গ্রেপ্তারের পর প্রকৃত ঘটনা বলা যাবে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। ###
মতিউল আলম