ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক হত্যার মূল কিলারসহ গ্রেপ্তার ২

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক হাসান হত্যার মূল কিলারসহ ২জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হাসান হত্যার জবানবন্দি দিয়েছে ডিবি পুলিশের কাছে। Otbfv   ২৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী মডেল থানার শিকারী কান্দা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ কোতোয়ালি থানার ইসলামবাগ পাট গুদাম (বেড়িবাধ) এলাকার আব্দুর রহমানের ছেলে মো রাকিব (২১) এবং মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ হান্নান (২০)। তারা দুজনেই কেওয়াটখালি রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তারা উভয়েই ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। কিন্তু তারা ঠিকমতো প্রস্তুতি না নেওয়ায় পরীক্ষা দেয়নি।
হান্নান নয়াপাড়ায় পাটগুদাম বিহারী ক্যাম্পের নরসুন্দর আলী (২০) এর সেলুনে নিয়মিত চুল কাটাতো । শনিবার রাত ১০ টার দিকে হান্নান চুল কাটানোর জন্য আলীকে ফোন দেয়। তখন আলী হান্নানের সাথে মোবাইলে খারাপ ব্যবহার করে। ঐ সময় রাকিব তার সাথে ছিল। তখন রাকিব মোবাইল ফোনে আলীর সাথে কথা বললে আলী রাকিবকে গালাগালি করে। ২৪ মে সন্ধ্যার দিকে আলী রাকিবকে ফোন দিয়ে বলে তাদের এই মনোমালিনের বিষয়টি সমাধান করবে। রাকিবকে তার বাসা থেকে বের হতে বলে। তখন রাকিব একা বাসা থেকে বের হয়ে হাজী কাসেম আলী কলেজের মাঠে আসলে আলীসহ তার সাথে থাকা আরও ৭/৮ জন রাকিবের সাথে তর্ক বিতর্কে জড়ায়। এক পর্যায়ে আলীর হাতে থাকা সুইজগিয়ার চাকুর হাতল দিয়ে রাকিবের মাথায় আঘাত করে এবং কিল ঘুষি মারে। এই মারামারি বিষয়টি নিয়ে রাকিব কোতোয়ালি থানায় অভিযোগ দিয়ে তার সাথে থাকা বন্ধু হান্নান, ইদনা, রাকিব, সাঈদসহ ৭/৮ জন বাসায় ফেরার পথে একই তারিখ রাত্রে অনুমান ১০টায় হাজী কাশেম আলী কলেজের সামনে পৌঁছালে আবারো আলীর নেতৃত্বে আরও ৭/৮ জন রাকিব ও তার বন্ধুদের কেন থানাতে অভিযোগ দায়ের করতে গেল এজন্য মারপিট করার চেষ্টা করে। তখন রাকিবের সাথে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে আত্মরক্ষার্থে এলোপাতাড়ি আঘাত করলে হাসান (২১) এর থুতনির নিচে বুকে এবং পেটে কাটা রক্তাক্ত গুরুতর জখম প্রাপ্ত হয়।
স্থানীয় লোকজন হাসানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা নং-৭৩, তারিখ-২৬/০৫/২০২৪ ইং ধারা-১৪৩/৩২৩/৩২৬/৩০২/৩০৭/৫০৬(২)/৩৪ পেনাল কোড রুজু হয়। ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইয়ার নির্দেশ ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে ঘটনায় জড়িত আসামী মো রাকিব (২১) পিতা আব্দুর রহমান, ,এবং মোঃ হান্নান (২০), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং- ইসলামবাগ পাট গুদাম (বেড়িবাধ), থানা-কোতোয়ালি, জেলা ময়মনসিংহদ্বয়কে ২৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী মডেল থানার শিকারী কান্দা এলাকা হতে গ্রেফতার করা হয়। ###

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার