স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
নেত্রকোনার পূর্বধলায় সড়কে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় (৩০) নারীর মরদেহের পাশ থেকে উদ্ধার মচিমহায় ভর্তিকৃত দুই বছরের শিশুটির হাত-পা নাড়ালেও বৃহস্পতিবার (৩০ মে) দুপুর আড়াইটায় পর্যন্ত শিশুটির জ্ঞান ফেরেনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এমন তথ্য মিলেছে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম সাংবাদিকদের জানান, শিশুর মাথার সিটিস্ক্যান করা হয়েছে। আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শামীউল আলম সিদ্দিকী শামীমের তত্ত্বাবধানে শিশুর চিকিৎসা চলছে।এর আগে সকালে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রাম থেকে ওই শিশুসহ অজ্ঞাতপরিচয় (৩০) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে গ্রামবাসী এক নারী ও শিশুকে সড়কে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে শিশুটিকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
শিশুর সঙ্গে থাকা সুজাত মিয়া বলেন, সকালে ঘুম থেকে উঠে নারীর মরদেহ ও শিশু পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার কিছুক্ষণ পরে পুলিশ আসে। পরে শিশুকে নিয়ে হাসপাতালে আসি।হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শামীউল আলম সিদ্দিকী শামীম বলেন, আঘাতে অনেক সময় মস্তিষ্ক নড়ে যায়। যে কারণে অনেক সময় জ্ঞান ফিরতে সময় লাগে। তবে ওই শিশুর জ্ঞান ফিরতে কত সময় লাগবে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। এরিপোর্ট পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি। ###
মতিউল আলম