ময়মনসিংহে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ ১জনকে আটক করেছে ডিবি পুলিশ

ময়মনসিংহে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ ১জনকে আটক করেছে ডিবি পুলিশ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে পিকআপ ভর্তি ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ চালক লিটন মিয়াকে (৪৫) আটক করেছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

লিটন মিয়া নেত্রকোনা সদর উপজেলার জয়নগর দক্ষিণপাড়ার মো. খোরশেদ আলমের ছেলে।বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে ওইদিন ভোরে নগরীর পাটগোদাম-শম্ভুগঞ্জ মহাসড়কের টুলঘর এলাকা থেকে ওই পিকআপ জব্দ করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টুলঘর এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপ তল্লাশি চালিয়ে অবৈধভাবে আসা ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় পিকআপচালক লিটন মিয়াকে আটক করা হয়।###

মতিউল আলম