ময়মনসিংহে জয়নুল আবেদিন পার্কে সকল অবৈধ দোকান উচ্ছেদ 

ময়মনসিংহে জয়নুল আবেদিন পার্কে সকল অবৈধ দোকান উচ্ছেদ 

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত আজ সোমবার জয়নুল আবেদিন পার্কে অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী অস্থায়ী দোকান, বিভিন্ন রাইডসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেছে। এই অভিযান বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ।

এ সময় তিনি বলেন, “জনভোগান্তি লাঘব এবং পার্কের সৌন্দর্য রক্ষা করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস এবং স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল।###