ময়মনসিংহে নগরীতে পিস্তল, ৩টি রিভলবার, দেশি অস্ত্র, ৪৭টি ককটেলসহ গ্রেফতার ২

ময়মনসিংহে নগরীতে পিস্তল, ৩টি রিভলবার, দেশি অস্ত্র, ৪৭টি ককটেলসহ গ্রেফতার ২

June 12, 2024 238 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
ময়মনসিংহ নগরীর পুরোহিতপাড়া এলাকা থেকে একটি পিস্তল, তিনটি রিভলবারসহ বিপুল দেশি অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে ৪৭টি ককটেল, পাঁচটি ফেনসিডিলসহ ২৭৯টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সেলিম মিয়া (৬৫) ও জামিল হোসেন (২৪)। তারা চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সংশ্লিষ্ট মামলায় আসামিদের ময়মনসিংহের চিফ জুডিসিয়াল আদালতে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গত ১০ জুন রাতে নগরীর পুরোহিতপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ও একটি পিস্তল, তিনটি রিভলবারসহ ৪৭টি ককটেল, পাঁচটি ফেনসিডিলসহ ২৭৯টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র, ককটেল ও মাদক কারবারি চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। আশা করছি জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।##

মতিউল আলম

সাম্প্রতিক