গফরগাঁওয়ে বিকাশের দোকানে টিন কেটে ৭লাখ টাকা চুরিঃ ৫দিনেও উদ্ধার হয়নি ঃ থানায় অভিযোগঃ ঘটনায় সিসি ক্যামেরায় ভিডিও রয়েছে

গফরগাঁওয়ে বিকাশের দোকানে টিন কেটে ৭লাখ টাকা চুরিঃ ৫দিনেও উদ্ধার হয়নি ঃ থানায় অভিযোগঃ ঘটনায় সিসি ক্যামেরায় ভিডিও রয়েছে

June 19, 2024 257 Views

স্টাফ রিপোর্টার
গফরগাঁও উপজেলার ২নং বারবাড়িয়া ইউনিয়নের মাইজহাটি বাজারে মা-ষ্টুডিও ও বিকাশ পয়েন্ট দোকানে টিন কেটে দোকানে ঢুকে প্রায় ৭লাখ টাকা দিনে দুপুরে চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার ৫দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি চুরির যাওয়া টাকা। চুরির ঘটনায় সিসি ক্যামেরা ভিডিও রযেছে। এ ঘটনা নিয়ে মাইজহাটি বাজারে ব্যাপক তোলপাড় চলছে।

মাইজহাটি বাজারে মা-ষ্টুডিও ও বিকাশ পয়েন্ট দোকানের মালিক বিশ্বজিত চন্দ্র দে জানান, গত শনিবার (১৫ জুন) বিকেল সোয়া ৩টায় আমার নিজস্ব দোকানের চালের উপরের টিন কেটে ঘরে ঢুকে প্রায় ৭লাখ টাকা দিনে দুপুরে চুরি করে নিয়ে যায়। আমি ২টা ৩০মিনিটে দোকান বন্ধ করে বাড়িতে যাই দুপুরের খাওয়ার জন্য। এই ফাঁকে দোকানে রক্ষিত টাকা নিয়ে যায়। কোরবানী ঈদের সময় বিকাশে লেনাদেনা বেশী হয়ে থাকে। সিসি ক্যামেরা চুর টাকার নেয়ার ছবির আলামত পাওয়া গেছে। টাকা নিয়ে যাওয়ার সময় টিনের মধ্যে রক্তের দাগ দেখা গেছে। মই দিয়ে টিনের চালে ওঠে। বিষয়টি গফরগাঁও থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খানকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থল গফরগাঁও থানা পুলিশ পরির্দশন করেছে। গফরগাঁও উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ২নং বারবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেমকে অবহিত করা হয়েছে। গত রোববার গফরগাঁও থানার ওসি হাতে চুরির ঘটনার লিখিত অভিযোগ দেয়া হয়েছে ।

মতিউল আলম

সাম্প্রতিক