You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৭ হাজার ৬০ জন যুবক ও যুব নারী প্রশিক্ষণ নিয়েছে। এর মধ্যে ১ হাজার ১৪০ জনকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ এবং ৫ হাজার ৪৬০ জনকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ এবং ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ৪৬০ জনকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২০২৪ অর্থবছরে, মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এপ্লিকেশন, কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন, ডাটাবেজ প্রশিক্ষণ, ওয়েল্ডিং, পোশাক তৈরি, মৎস্য চাষ, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, হস্তশিল্প, আত্মকর্মী থেকে উদ্যোক্তা উন্নয়ন, ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন, মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপিয়ারিং, গবাদি পশু ও হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা এবং কৃষি-বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের পাশাপাশি ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তর স্থানীয় চাহিদার ভিত্তিতে ১৩টি উপজেলা কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়ন করছে। এছাড়াও যুব ঋণ কর্মসূচির আওতায় ১ হাজার ০২ জনকে ৩ কোটি ৩১ লক্ষ ৮০,০০০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে কার্যকর ভূমিকা পালন করছে।