কোটা বাতিলের দাবিতে দুই ঘণ্টা রেলপথ বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
কোটা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। দুই ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় সংলগ্ন এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে লাল কাপড় প্রদর্শন করে আটকে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ট্রেনটির শতশত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।কোটার বিষয়ে হাইকোর্টের রায় বহাল রাখায় তীব্র নিন্দা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অতিদ্রুত কোটা পদ্ধতি বাতিল না হলে সারাদেশে ছাত্রসমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তারা।বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম বলেন, প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেল যোগাযোগ বন্ধ ছিল। এসময় শিক্ষার্থীদের আন্দোলনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমরা সজাগ ছিলাম। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। জামালপুর এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।##

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার