আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়ে অফিস চলবে

আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সময়ে অফিস চলবে

BMTV Desk No Comments

বিএমটিভি ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কয়েক দিন বন্ধ এবং কয়েক দিন সীমিত সময় অফিস চলার পর আগামীকাল বুধবার থেকে আবারও স্বাভাবিক সময়ের মতো অফিস চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শিবলী সাদিক এ সিদ্ধান্তের কথা জানান।তিনি জানান, আগামীকাল বুধবার থেকে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আগের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষকে কেন্দ্র করে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ জারি করে সরকার। কারফিউর মধ্যে ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুন অফিস খোলে। এ সময় বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চার ঘণ্টা অফিস কার্যক্রম চলে।

পরে ধারাবাহিকভাবে কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়। ২৮ জুলাই থেকে ৩০ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চালানোর সিদ্ধান্ত হয়।