ময়মনসিংহ নগরীতে ছাত্র-জনতার ঢল মিছিলে উত্তাল ময়মনসিংহ

image

You must need to login..!

Description

এনায়েতুর রহমান, স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
বৃষ্টি উপেক্ষা করে কোটা বিরোধী আন্দোলনে ময়মনসিংহে ছাত্র-জনতার গনমিছিলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। এতে নগরীজুড়ে জনতার উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার (২ আগষ্ট) বিকেল তিনটার দিকে নগরীর টাউন হল মোড়ে গিয়ে সরেজমিনে এই গনজামায়েত দেখা গেছে।

এর আগে জুম্মার নামাজের পর পর নগরীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ছাত্র-জনতার গনমিছিলে জড়ো হতে দেখা যায়। এই কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল হক, আব্দুল্লাহ আল নাকিব প্রমূখ।

পরে বিকাল চারটার দিকে ময়মনসিংহের স্মরনকালের সবচেয়ে বড় গনমিছিল টাউন হল মোড় থেকে বের হয়ে নতুন বাজার ও গাঙ্গীনার পাড় সড়ক হয়ে স্টেশন এলাকার কৃঞ্চচূড়া চত্বরে গিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা।

সমাবেশে এই আন্দোলনের সমন্বয়করা বলেন, শহীদ হওয়া ছাত্র ভাইদের খুনিদের বিচার না হওয়া পযর্ন্ত শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে না। নয় দফা দাবি আদায়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে এবং চলবে।

এ সময় সমন্বয়করা আন্দোলনকারিদের কোন ধরনের বিশৃঙ্খলায় না জড়ানোর আহবান জানিয়ে বলেন, সারাদেশে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় আহত ও হত‍্যাকান্ডের শিকার শহীদদের বিচার না করা হলে এই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।

এ সময় গনমিছিলের সড়কের দুই পাশে উপস্থিত জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনকারিদের সমর্থন জানিয়ে হাত নাড়িয়ে স্বাগত জানায়।

এদিকে পূর্বঘোষিত ছাত্র জনতার গনমিছিল শুরু হওয়ার আগে টাউন হল ও জেলা স্কুল মোড় এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার সদস‍্যদের ব‍্যাপক উপস্থিতি দেখা গেলেও শিক্ষার্থীদের জমায়েত শুরু হবার পর তাদের সরে যেতে দেখা যায়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে কোথাও কোন বাঁধা দেওয়ার খবর পাওয়া যায়নি।

অপরদিকে গনমিছিলকে কেন্দ্র করে নগরীর টাউন হল, কাচারি সড়ক, জিলা স্কুল মোড় ও নতুন বাজারসহ পুরো নগরীর যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বন্ধ ছিল নগরীর সব ধরনের দোকানপাট ও ব‍্যবসা প্রতিষ্ঠান।###

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার