স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
সড়কে নেই কোনো ট্রাফিক পুলিশ না থাকায় টানা ৩ দিন ধরেই ময়মনসিংহে সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় রয়েছে আনসার-ডিভিপি, শিক্ষার্থী ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল স্টেশন, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, টাউন হল মোড়, চরপাড়া মোড়, পাটগুদাম ব্রীজ মোড়সহ বিভিন্ন সড়ক দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। ময়মনসিংহ পয়েন্ট সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আনসার-ডিভিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ ও অন্যান্য স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন।রাস্তায় সিগন্যালের পাশাপাশি তারা ফুটপাতে হাঁটা, নির্দিষ্ট স্থান থেকে গাড়িতে ওঠানামা ও গণপরিবহনগুলো নির্দিষ্ট স্থান থামার নির্দেশনা দিচ্ছেন। নিয়ম মেনে চলতে মানুষ ও গাড়িচালকদের বাধ্য করছেন।
ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা মানুষকে নিয়ম-শৃঙ্খলা শেখাচ্ছেন। এসব শিক্ষার্থীরা বলেন, আমরা আনন্দ সহকারে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। মানুষ কিছুটা বিরক্তবোধ করছে। কিন্তু আমরা চাই সর্বোচ্চ শৃঙ্খলা আসুক। মানুষ কিছুটা শিখে গেলে পরে এই ধারা বজায় থাকবে। কলেজের শিক্ষার্থীরা বলেন, যতদিন না ট্রাফিক পুলিশ আসে আমরা রাস্তায় থাকবো। সিগন্যালের পাশাপাশি গাড়িগুলো যেন লাইন ধরে চলে সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমাদের কষ্ট হচ্ছে, ভালো লাগছে মানুষকে সচেতন করা যাচ্ছে। অভিজ্ঞতাও হচ্ছে।
শিক্ষার্থীদের এই ভূমিকায় খুশি পথচারী ও গণপরিবহনের চালকরা। তারা জানান, পুলিশ নেই কিন্ত সড়কে বিশৃঙ্খলা নেই। শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছে। খুব বেশি যানজট তৈরি হচ্ছে না।###
মতিউল আলম